বিরোধিতা করলেও বিএনপির অনেকেই অংশগ্রহণ করবে : কাদের

উপজেলা নির্বাচন / বিরোধিতা করলেও বিএনপির অনেকেই অংশগ্রহণ করবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও আমাদের জানামতে তাদের অনেকেই অংশগ্রহণ করবেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের
ইরান-ইসরায়েল উত্তেজনায় পণ্যের দাম ঠিক রাখার চেষ্টা চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
ইরান-ইসরায়েল উত্তেজনায় পণ্যের দাম ঠিক রাখার চেষ্টা চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরায়েল
ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরায়েল
জানা গেল গ্রেপ্তার দুজনের নাম
সালমানের বাড়ির সামনে গুলি / জানা গেল গ্রেপ্তার দুজনের নাম
বাদ না বিরতি, কী কারণে আইপিএল ছাড়লেন ম্যাক্সওয়েল?
বাদ না বিরতি, কী কারণে আইপিএল ছাড়লেন ম্যাক্সওয়েল?
ইরানে কি পরমাণু হামলা করতে যাচ্ছে ইসরায়েল?
ইরানে কি পরমাণু হামলা করতে যাচ্ছে ইসরায়েল?
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ড. সজল চৌধুরী
    ড. সজল চৌধুরীস্থপতি, শিক্ষক ও স্থাপত্য পরিবেশবিষয়ক গবেষক

    প্রয়োজন স্বাস্থ্যবান্ধব নগর উন্নয়ন

    আমরা যেখানে বসবাস করি কিংবা আমাদের বসবাসের স্থানের চারপাশে অনেক ধরনের মাইক্রো ব্যাকটেরিয়া জন্ম নেয়। কিংবা সবসময় বিদ্যমান থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর কি না? আর ক্ষতিকর হলেও কীভাবে বসবাসের জায়গায় এ ধরনের মাইক্রো ব্যাকটেরিয়া মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করে? বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধরনের রোগজীবাণু মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, করোনাভাইরাসের কথা। যার জন্য আজও বিশ্ব আতঙ্কিত। যে ভাইরাসের জন্য জনজীবনে নেমে এসেছিল দুর্ভোগ। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, জীবনযাপনের মান-সম্পর্ক সবকিছুতেই নেমে এসেছিল চরম বিপর্যয়। তাই আমাদের অবস্থানগত পরিবেশে জীবাণুর বিস্তার প্রতিরোধে স্থপতি পরিকল্পনাবিদ প্রকৌশলীদের কোনো কিছু করার প্রয়োজন
    ড. আবদুল মান্নান চৌধুরী
    ড. আবদুল মান্নান চৌধুরীবীর মুক্তিযোদ্ধা, দেরাদুনে গেরিলা যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক, বর্ত

    সংবাদপত্রবিহীন দেশ

    আগে শুনেছি নিয়োগকারীরা শ্রমিকদের ধর্মঘটে অতিষ্ঠ হয়ে লকডাউন করে। কিন্তু এখন চোখে দেখলাম, নিয়োগদাতারা ধর্মঘট করে বসে আছেন। তাও একটানা ছয় দিন। শ্রমিকদের ধর্মঘটে সরকার হস্তক্ষেপ সাধারণত করে না, তবে অতি প্রয়োজনীয় সেবা খাতে তা নিষিদ্ধ। এসব সেবা খাত যেমন বিদ্যুৎ, পানি, চিকিৎসা, যোগাযোগব্যবস্থার সঙ্গে সারা বিশ্বে অভ্যাসজনিত অতি প্রয়োজনীয় সেবা খাত হচ্ছে সংবাদপত্র। একটা সময় ছিল সংবাদপত্র বিলম্বে হাতে এলে আমাদের হাপিত্যেশ শুরু হয়ে যেত। এখন তা অনেকটা গা-সহা। আগে হকার রোদ ওঠার আগেই সংবাদপত্র হাতে পৌঁছে দিত; সংবাদপত্র পড়ে, তবে ঘর থেকে বের হতাম। এখন বাসায় ফিরে সংবাদপত্রে চোখ বুলিয়ে দেখি। অনুভব করি এরই মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে
    মহসীন হাবিব
    মহসীন হাবিবসাংবাদিক ও সাহিত্যিক

    ইরান-ইসরায়েল সংঘাত: ওলটপালট মধ্যপ্রাচ্য

    দুটি চলমান যুদ্ধের মধ্যেই আরও একটি নতুন মাত্রা যোগ হলো ইসরায়েলের ভূখণ্ডে ইরানের আক্রমণের মধ্য দিয়ে। যুদ্ধই তো বাধল মনে হচ্ছে! এর রেশ কোথায় গিয়ে দাঁড়াবে, তা হিসাব করে বের করতে মোটেই কষ্ট হওয়ার কথা নয়। এখন মধ্যপ্রাচ্যে দেশগুলোতে লেজেগোবরে অবস্থা।
  • ড. ইমতিয়াজ আহমেদ
    ড. ইমতিয়াজ আহমেদআন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক

    বড় আকারের যুদ্ধের আশঙ্কা দেখছি না

    ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরও অঞ্চলটিতে বড় আকারের কোনো যুদ্ধের আশঙ্কা দেখছি না। এই আক্রমণটা মূলত হয়েছে ইসরায়েল কর্তৃক সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার কারণে, যেখানে ইরানের ৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। অন্য কোনো দেশে যদি কোনো দেশের মিশন থাকে, সেটি ওই দেশেরই ভূমি হিসেবে ধরা হয়। যে দেশে মিশনটি অবস্থিত সেই দেশ চাইলেই সেখানে প্রভাব ফেলতে পারে না। তার পরও সেখানে হামলা করা হলো এবং ইসরায়েল সব জেনেবুঝেই হামলাটা করেছিল। ইসরায়েল জানে যে, গাজায় তাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে যদি যুদ্ধটা বাড়ানো যায়, তাহলে সেখানে ইসরায়েলের লাভ। এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও ইন্ধন রয়েছে।

    বৈশাখী সংস্কৃতি- বিরোধ কোথায়? 

    ছোটবেলায় বাপ-চাচাদের প্রায়ই পান্তা ভাত খেতে দেখেছি। আমিও খেয়েছি। সেই সময়ে পান্তা ভাত ছিল অধিকাংশ কৃষক-শ্রমিকের সকালের নাস্তা। তবে পান্তা ভাত ইলিশ মাছ নয়, বরং গুড়, চিনি, কলা, ডিমভাজি বা তরি-তরকারি, এমনকি কেবল লবণ-মরিচ দিয়ে খাওয়া হতো।  বৈশাখে সারা দেশে বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা আয়োজিত হতো, যেখানে জিলাপি, মুড়ি, বাতাসা, মিষ্টি, পিঠা, পায়েসসহ বিভিন্ন খাবার-দাবার বিক্রি হতো। মাটির তৈরি পুতুল, হাঁড়ি-পাতিল, কাগজের ঘুড়ি, বেতের বাঁশি, বিভিন্ন কারুকাজ ও আসবাবপত্র প্রদর্শিত হতো। ছোট বাচ্চাদের বিনোদনের জন্য চরকির ব্যবস্থা থাকত। বৈশাখ মাসের শুরুতে, ব্যবসায়ী ও দোকানদাররা তাদের পাওনা আদায়ের জন্য ‘হালখাতা’ আয়োজন করতেন। এসব কার্যক্রম ধর্মীয় রীতিনীতির সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি করত না।  কিছু মেলায় নাচ-গানের
    ড. এ বি এম রেজাউল করিম ফকির
    ড. এ বি এম রেজাউল করিম ফকিরপরিচালক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

    বাঙালিত্বের নতুন সংকট : ভাষিক সাম্রাজ্যবাদ ও বিবাঙালিআয়ন প্রক্রিয়া

    ভূমিকা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, জাতীয় ভাষা ও রাষ্ট্রভাষা। এ ভাষা আমাদের জাতিসত্ত্বার পরিচয়বাহক। সে অর্থে এ ভাষা হলো বাঙালি জাতীয়তাবাদের প্রতীক। কিন্তু ইংরেজি ভাষিক সাম্রাজ্যবাদের কবলে মানুষের ভাষিক মূল্যবোধের অবক্ষয় সংঘটনের কারণে এ ভাষার মর্যাদা, প্রায়োগিকতা ও গঠন অবনমনের দিকে অগ্রসরমাণ রয়েছে। এর ফলশ্রুতিতে এখন বাঙালি জাতি বিবাঙালিআয়ন প্রক্রিয়াধীনে অনুবর্তিত হয়ে জাতিসত্ত্বা বিনাশের ঝুঁকিতে রয়েছে। নিম্নে কয়েকটি অনুচ্ছেদে পর্যায়ক্রমে বিষয়টি সবিস্তারে তুলে ধরা হলো- ভাষিক সাম্রাজ্যবাদ সম্পর্কে আমাদের জাতীয় অজ্ঞতা  ভাষা প্রধানত সংজ্ঞাপনের মাধ্যম হলেও, এটি সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষঙ্গও বটে। নিম্নে অর্থনৈতিক, জাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক অনুষঙ্গ হিসেবে ভাষা হলো নিম্নরূপ-  ১. অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাষা হলো― ক.
  • ‘আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে’

    বোধ করি, দীর্ঘ বিরতির পরে কোভিড পরিবর্তী জন-জীবনে ছায়া হয়ে এসেছে- ঈদের আনন্দ। নতুন জামা, হরেক রকমের ভোজন মুসলমান বাঙালির এটাইতো ঈদ উৎসব! আমরা মনে হয় বড্ড বেশি মেকি হয়ে গেছি আমাদের ঈদ উৎসব গুলোকে নিয়ে; রমজানের দর্শন ও এর মহিমা আমাদের জীবনের সঙ্গে কীভাবে মিশে আছে সেটা অনুপস্থিত!  যাই হোক, এই রমজান এলে ধর্মীয়ভাবে যেমন ইবাদাত ও ইফতার নিয়ে আমারা ব্যস্ত থাকি; ঠিক তেমনি আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অনবদ্য গান- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’ কবি গানটি এমনভাবে লিখে গিয়েছেন- রমজানের মূল্যবোধ, করণীয় সুনিপুণরূপে সুস্পষ্ট। কিন্তু, এই গানটির শানে নুজুল কী

    ঈদের আনন্দ, ঈদের খুশির মর্মার্থ সুগভীর এবং সুবিস্তৃত

    ছোটবেলায় আমরা পাঠ্যবইয়ে পড়েছিলাম, আজ ঈদ। মদিনার ঘরে ঘরে আনন্দ। পথে পথে ছেলেমেয়েদের কলরব। ঈদের নামাজ শেষে সবাই নিজ নিজ বাড়ি চলে যাচ্ছেন, তখন নবী করিম (সা.) দেখলেন ঈদগাহের এক কোণে বসে একটি শিশু কাঁদছে। কাছে গিয়ে নবীজি শিশুটিকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেনো? শিশুটি বলল, আমার মা-বাবা নেই। আজ ঈদ- আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর মন ডুকরে কেঁদে উঠল।  তিনি এতিম ছেলেটিকে সঙ্গে করে বাড়ি গিয়ে মা আয়েশাকে (রা.) বললেন, তোমার জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে ছেলেটিকে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে খেতে দিয়ে নবীজি বললেন, আজ থেকে আমরাই তোমার মা-বাবা। বিষয়টি

    দুর্বল পরিকল্পনা ও অদক্ষ ব্যবস্থাপনাই শ্রমিকদের বেতন না দিতে পারার কারণ

    আজ ০৯  এপ্রিল ২০২৪ তারিখ চমকে উঠার মতো একটি খবর প্রকাশ হয়েছে। খবরটির শিরোনাম - ‘শিল্পাঞ্চলে ৫১ শতাংশের বেশি কারখানায় মার্চের বেতন হয়নি’। এই রিপোর্টের খবর যদি সত্যি হয়ে থাকে, তাহলে বলতে হয় যে, আমাদের শিল্প কারখানাগুলো ক্লায়েন্ট ম্যানেজমেন্টে যারা করেন, তারা খুবই বাজে লিডার। কয়েকটি কারণে সময় মতো বেতন দেওয়া সম্ভব হয় না। সেগুলোর মাঝে অন্যতম দু'টি হচ্ছে- ১) কারখানায় তৈরী পণ্যগুলো বিক্রি কম হয়েছে। ২) ক্লায়েন্ট সময় মতো পণ্যের দাম পরিশোধ করছে না। ১ম কারণটি সত্যি হয়ে থাকলেঃ  যদি ১মটি হয়, অর্থাৎ, কারখানায় তৈরী পণ্যগুলো বিক্রি কম হওয়ায় শ্রমিকদের বেতন পরিশোধ করা যাচ্ছে না, তাহলে জিজ্ঞাসা করতেই হয়- সেলস টার্গেট কি ঠিক মতো
অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের লাল মরিচে কৃষকের মুখে হাসি

ইরান-ইসরায়েল উত্তেজনায় পণ্যের দাম ঠিক রাখার চেষ্টা চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৩৪ পদে চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে চাকরি

আনোয়ার গ্রুপে চাকরি, আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত

ছুটি বাড়ানোর পর আর কয় ম্যাচ খেলবেন মোস্তাফিজ?

সন্ন্যাসী হতে ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি

মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আশোয়া নামের গ্রামটি

বেসিস নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন আব্দুল আজিজ 

১০

ফরিদপুরের দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

১১

উপজেলা নির্বাচন / বিরোধিতা করলেও বিএনপির অনেকেই অংশগ্রহণ করবে : কাদের

১২

কামিন্সের মুকুটে উইজডেনের খেতাব

১৩

ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরায়েল

১৪

ফরিদপুরে সড়ক দুর্ঘটনার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না : জাতীয় কমিটি

১৫

চাকরি দেবে মেঘনা গ্রুপ, পদসংখ্যা অনির্ধারিত

১৬

স্মার্টফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস কিশোরের

১৭

প্রকাশ্যে ঠিকাদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল

১৮

ময়মনসিংহে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

১৯

মঙ্গল শোভাযাত্রাকে ‘নাস্তিকদের কুসংস্কারাচ্ছন্ন’ কাজ বললেন বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনকারীরা

২০
অবহেলায় গলার ক্যান্সারের ঝুঁকি
পারস্পরিক যোগাযোগের প্রধান মাধ্যম হলো কণ্ঠস্বর। মানুষ মনের ভাব প্রকাশ করে কণ্ঠের ব্যবহারে; কিন্তু কণ্ঠস্বর ভাঙা রোগে এখনো বিশ্বের অন্তত ১০ শতাংশ মানুষ ভুগছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সুনির্দিষ্ট তথ্য
সবাইকে বিনোদন দেওয়া মাহুতের ঘরে আনন্দ নেই
আজাদ আলী জাতীয় চিড়িয়াখানায় মাহুত হিসেবে কাজ করেন। সেখানে হাতিগুলো দিয়ে বিভিন্ন ধরনের খেলা দেখান, আনন্দ ছড়ান দর্শকের মাঝে। আনন্দ বিলিয়ে নিজেও আনন্দিত হন আজাদ।
পদ্মায় ‘আনন্দ-স্নানের’হৃদয়বিদারী গল্প
ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে ঢাকা থেকে মুন্সীগঞ্জ গিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রিয়াদ আহমেদ। ঈদের পরদিন শুক্রবার বিকেলে ছেলে রামিন আরিফসহ অন্য স্বজনদের সঙ্গে পদ্মায় নেমেছিলেন গোসলে।
জালালাবাদে কম্প্রেসর স্থাপন স্থগিত করেছে শেভরন
গ্যাসের বকেয়া বিল না পেয়ে জালালাবাদ গ্যাসক্ষেত্রে কম্প্রেসর স্থাপনের কাজ স্থগিত করেছে মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশ। এরই মধ্যে বিষয়টি পেট্রোবাংলাকে চিঠি দিয়ে জানিয়েছে তারা। এই প্রথম বিল বকেয়ার কারণে কোনো
ইরান-ইসরায়েল উত্তেজনায় পণ্যের দাম ঠিক রাখার চেষ্টা চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
ইরান-ইসরায়েল উত্তেজনায় পণ্যের দাম ঠিক রাখার চেষ্টা চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইরান ও ইসরায়েল হঠাৎ করে হামলা করেছে। এটা আমাদের জানা ছিল না। তাদের মধ্যকার চলমান উত্তেজনার জেরে পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য বিকল্প দেশ থেকে পণ্য আমদানি এবং সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা চলছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে তিনি এ তথ্য জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ এতে সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য আসে। এখন ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালাবে কি না জানি না। তারপর সব বিষয় মাথায় রেখে পণ্যের দাম যেন না বাড়ে, সেজন্য আমরা বিকল্পভাবে পণ্য আনার চেষ্টা করছি। টিসিবির পণ্যকে দোকানের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিসিবি কার্ড পাওয়া ব্যক্তিদের তালিকা হালনাগাদ করা হবে। কীভাবে দোকানের মধ্যে পণ্য নিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে।  এর আগে গতকাল সোমবার (১৫ এপ্রিল) প্রতিমন্ত্রী বলেন, দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে। কিন্তু সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছি। কারণ আন্তর্জাতিক ঘটনাপ্রবাহে বাজারে প্রভাব পড়বে। এসব চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, সেটা মোকাবিলা করতে হবে। এদিকে সয়াবিন তেলের দাম বাড়ানো বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোজ্যতেল আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। তেলে ৫ শতাংশ ভ্যাট কমানো হয়েছিল, এতে ভোক্তা পর্যায়ে ১০ টাকা কমেছিল। এখন ট্যারিফ কমিশন এটা নিয়ে কাজ করছে। দেখা হচ্ছে মিলাররা কি দামে তেলের কাঁচামাল আনছেন, তার দাম কেমন পড়ছে ইত্যাদি বিষয়ে।
৫৩ মিনিট আগে

১২ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

১৬ ঘণ্টা আগে

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

১৬ ঘণ্টা আগে

বিএনপির সৃষ্টি করা বাংলাদেশ আজ আর নেই : বস্ত্র ও পাটমন্ত্রী

১৭ ঘণ্টা আগে

তথ্যপ্রতিমন্ত্রীর বক্তব্যে উদীচীর প্রতিবাদ

১৯ ঘণ্টা আগে

আগামী তিন মাসের আবহাওয়ায় শুধুই দুঃসংবাদ

২০ ঘণ্টা আগে
বিরোধিতা করলেও বিএনপির অনেকেই অংশগ্রহণ করবে : কাদের
উপজেলা নির্বাচন / বিরোধিতা করলেও বিএনপির অনেকেই অংশগ্রহণ করবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও আমাদের জানামতে তাদের অনেকেই অংশগ্রহণ করবেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, ৮ মে প্রথম দফার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার না করতে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বিঘ্নে ভোট দানের ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও আমাদের জানামতে তাদের অনেকেই অংশগ্রহণ করবেন। এদিকে আওয়ামী লীগ সরকারের অধীনে সব ধাপের উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার (১৫ এপ্রিল) রাতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভাটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৮ মে থেকে শুরু হওয়া আসন্ন চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে জাতীয় স্থায়ী কমিটির সভায় আওয়ামী লীগ সরকারের অধীনে সব ধাপের উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তরসম্পাদক সায়েম খান প্রমুখ।
১ ঘণ্টা আগে
উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাল বিএনপি
উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাল বিএনপি
মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি
মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি
দমনপীড়নে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার : রাশেদ প্রধান
দমনপীড়নে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার : রাশেদ প্রধান
বিএনপি নেতা ডা. কাকনকে দেখতে হাসপাতালে সালাম
বিএনপি নেতা ডা. কাকনকে দেখতে হাসপাতালে সালাম
জাপার কেন্দ্রীয় বর্ধিত সভার তারিখ ঘোষণা
জাপার কেন্দ্রীয় বর্ধিত সভার তারিখ ঘোষণা
স্থায়ী জামিন পেলেন ইশরাক
স্থায়ী জামিন পেলেন ইশরাক

বাড়ল সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী লিটারপ্রতি ১০ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৭৩ টাকা। ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।   এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স আয়োজনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সয়াবিন তেলের দাম কমবে না। আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে ট্যারিফ কমিশনের মাধ্যমে একটি নতুন দাম বেঁধে দেয়া হবে।   প্রতিমন্ত্রী জানান, সয়াবিন তেলের মাত্র ৫ শতাংশ ট্যাক্স কমানোর কারণে লিটারে তেলের দাম কমেছে ১০ টাকা। তেল-চালের ওপর ট্যাক্স বসিয়ে রাজস্ব আদায় যৌক্তিক না। এটির সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। এদিকে মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইরান ও ইসরায়েল হঠাৎ করে হামলা করেছে। এটা আমাদের জানা ছিল না। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য আসে। এখন ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালাবে কি-না জানি না। তারপর সব বিষয় মাথায় রেখে পণ্যের দাম যেন না বাড়ে, সেজন্য আমরা বিকল্পভাবে পণ্য আনার চেষ্টা করছি। তিনি বলেন, সয়াবিন তেলের দাম কমবে না। আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে ট্যারিফ কমিশনের মাধ্যমে একটি নতুন দাম বেঁধে দেয়া হবে। সয়াবিন তেলের মাত্র ৫ শতাংশ ট্যাক্স কমানোর কারণে লিটারে তেলের দাম কমেছে ১০ টাকা। তেল-চালের ওপর ট্যাক্স বসিয়ে রাজস্ব আদায় যৌক্তিক না। এটির সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত।

দ্বিতীয় প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ধস

চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে ধস হয়েছে। এ সময়ে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭৮ শতাংশ।  সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) ত্রৈমাসিক প্রবৃদ্ধির এ তথ্য প্রকাশ করেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের জিডিপি প্রাক্কলন মূল্যায়ন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৩ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ৬৫ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪ দশমিক ২২ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ২ দশমিক ২০ শতাংশ ছিল। শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ। এটি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ১০ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ১৪ দশমিক ৫০ শতাংশ ছিল। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ৬ দশমিক ৬২ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ৭ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি ছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন করে থাকে বিবিএস। বিশ্বের অন্যান্য দেশের মতো বিবিএসও উৎপাদন পদ্ধতিতে ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন করে থাকে। সূত্র : ইউএনবি

১২ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

পবিত্র ঈদুল ফিতরের আগে ১০টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। তারপরও চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য সময়ে ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে। চলমান এপ্রিলের প্রথম ১২ দিনে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, মেঘনা ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স আসেনি। আলোচিত সময়ে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার পৌঁছেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। গত মার্চে দেশে এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। তাছাড়া ফেব্রুয়ারি এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরে যা সর্বোচ্চ।
১৬ ঘণ্টা আগে
১২ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

গুঁড়িয়ে দেওয়া হলো অস্থায়ী বঙ্গবাজার

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়ার পর এবার ভেঙে ফেলা হয়েছে বঙ্গবাজারে গড়ে ওঠা অস্থায়ী দোকান। সোমবার (১৫ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত করা হয়।  গণমাধ্যমকে ডিএসসিসির মুখপাত্র আবু নাছের জানান, নতুন করে মার্কেট করার লক্ষ্যে এসব অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। উল্লেখ, গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। এরপর সেখানে অস্থায়ীভাবে বসে দোকান। এবার ঈদে খুব একটা বেচাবিক্রি না হলেও পোশাকের পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। আজ তা ভেঙে দেওয়া হলো।  জানা যায়, পুড়ে যাওয়া বঙ্গবাজারকে আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান। ১০ তলা বিশিষ্ট ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেজমেন্ট ছাড়াও থাকবে মোট ৮টি ফ্লোর। ১.৭৯ একর জায়গার ওপর নির্মিত হতে যাওয়া বহুতল ভবনে থাকবে তিন হাজার ৪২টি দোকান। প্রতিটি দোকানের আয়তন হবে ৮০ থেকে ১০০ স্কয়ার ফুট। ভবনটিতে থাকবে ৮টি লিফট, এর মধ্যে ৪টি থাকবে ক্রেতা-বিক্রেতাদের জন্য। আর বাকি ৪টি কার্গো লিফট থাকবে মালামাল ওঠা-নামানোর জন্য।  এ ছাড়া থাকছে গাড়ি পার্কিং, খাবারের দোকান, সমিতির অফিস, নিরাপত্তাকর্মী এবং সেখানকার কর্মীদের আবাসন ব্যবস্থা। ভবনটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৩৮ কোটি টাকা। দোকান ভেঙে ফেলার বিষয়ে সেখানের ব্যবসায়ীরা তাৎক্ষণিক কোনো কথা বলতে রাজি হয়নি। তবে, তারা পরিবার নিয়ে চিন্তিত। এই ব্যবসা কোথায়, কীভাবে করবেন, তা তারা এখনো জানেন না।
১৭ ঘণ্টা আগে
গুঁড়িয়ে দেওয়া হলো অস্থায়ী বঙ্গবাজার

ব্যাংক একীভূত হওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত

অনিয়ম, দুর্নীতি আর ঋণ জালিয়াতির কারণে গত দুই বছর থেকে আলোচনায় দেশের ব্যাংক খাত। এ সমস্যা সমাধানে ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত পদ্মা, বিডিবিএল, ন্যাশনাল, বেসিক ও রাকাবের বাইরে অন্যকোনো ব্যাংক একীভূত হওয়ার প্রস্তাব গ্রহণ করবে না এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য বলছে, ব্যাংক সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে গত মাসে বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয় ডুবতে থাকা আরেক বেসরকারি ব্যাংক পদ্মা।  এরপর একে একে কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে ডুবতে থাকা সরকারি বেসিক ব্যাংক এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে ন্যাশনাল ব্যাংকের একীভূত হওয়ার খবর বেরিয়ে আসে। এমন পরিস্থিতিতে সরকারি-বেসরকারি মিলিয়ে স্বেচ্ছায় একীভূত হতে চাওয়া ১০ ব্যাংকের বাইরে নতুন করে আর কোনো ব্যাংক একীভূত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই দশ ব্যাংক একীভূত করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে একীভূত করার প্রয়োজন দেখা দিলে তখন ভাবা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন, ব্যাংক মার্জারের আমরা সরকারি-বেসরকারি ৫টি প্রপোজাল পেয়েছি। আপাতত এই প্রস্তাবগুলোর বাইরে আর নতুন কোনো প্রস্তাব আমরা নেব না। এই ৫টি প্রস্তাবের ব্যাংকগুলো একীভূত করার পরে প্রয়োজন হলে নতুন মার্জারে যাওয়া হবে। এগুলোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো ব্যাংক মার্জার করবে না বাংলাদেশ ব্যাংক। মেজবাউল হক বলেন, ব্যাংক একীভূত করতে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অডিটর নিয়োগ, সম্পদ ও দায় ঠিক করা, শেয়ার দর ঠিক করা, শেয়ার অংশ র্নিধারণ ও আইনি প্রক্রিয়া রয়েছে। এই পাঁচ প্রস্তাব বাস্তবায়ন করে আমরা (বাংলাদেশ ব্যাংক) অভিজ্ঞতা নেবে, অভিজ্ঞাতারও প্রয়োজন আছে। তারপর দেখা যাবে। সাধারণত, দুটি ব্যাংক একীভূত করার সব ধরনের প্রস্তুতি ও আইনি প্রক্রিয়া শেষ করতে তিন-থেকে চার বছর লেগে যেতে পারে। ৫টি প্রস্তাবের মধ্যে কোন কোন ব্যাংক রয়েছে এমন প্রশ্নের উত্তরে মেজবাউল হক বলেন, ব্যাংকগুলোর মধ্যে পদ্মা ও এক্সিম ব্যাংক রয়েছে। বাকি নামগুলো তো গণমাধ্যমে চলে এসেছে।
২০ ঘণ্টা আগে
ব্যাংক একীভূত হওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত
চরের লাল মরিচে কৃষকের মুখে হাসি
চরের লাল মরিচে কৃষকের মুখে হাসি
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
ফরিদপুরের দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
ফরিদপুরের দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আশোয়া নামের গ্রামটি
মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আশোয়া নামের গ্রামটি
অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত
অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত
স্মার্টফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস কিশোরের
স্মার্টফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস কিশোরের
ময়মনসিংহে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল
ময়মনসিংহে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল
প্রকাশ্যে ঠিকাদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
প্রকাশ্যে ঠিকাদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান

ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরায়েল

ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমানবাহিনী। সোমবার (১৫ এপ্রিল) ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, তেল আবিব একটি সীমিত জবাব দেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে হামলার ক্ষয়ক্ষতি সামাল দিতে পারবে তেহরান। এ ছাড়া সর্বাত্মক যুদ্ধ এড়ানো যাবে। সম্প্রচার মাধ্যমটি বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে রাখতে চাইছে ইসরায়েল। তাই নতুন করে দ্বিতীয় আর কোনো যুদ্ধ ফ্রন্ট খুলতে চায় না দেশটি। ইরানের ওপর ইসরায়েলের হামলাটির ধরন কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে কেএএন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে গুপ্ত হত্যাকাণ্ড বা বড় ধরনের সাইবার হামলা করতে পারে তেল আবিব। গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে তার দেশ। যদিও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। যুক্তরাষ্ট্রের তরফ থেকেও দাবি করা হয়, ইসরায়েলে হামলায় ব্যবহারের জন্য শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান। যে কোনো সময় এ অস্ত্র ব্যবহার করা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথা জানায় ইসরায়েল।
কোথায় গেল নেতানিয়াহুর দম্ভোক্তি
কোথায় গেল নেতানিয়াহুর দম্ভোক্তি
সন্ন্যাসী হতে ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি
সন্ন্যাসী হতে ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি
পার্লামেন্টে দুই এমপির মারামারি 
পার্লামেন্টে দুই এমপির মারামারি 
ইরানে কি পরমাণু হামলা করতে যাচ্ছে ইসরায়েল?
ইরানে কি পরমাণু হামলা করতে যাচ্ছে ইসরায়েল?
ভয়ংকর ক্ষেপণাস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যে গেল রুশ যুদ্ধজাহাজ
ভয়ংকর ক্ষেপণাস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যে গেল রুশ যুদ্ধজাহাজ
সাগরে ভাসমান নৌকায় মিলল ২০ ব্যক্তির পচা-গলা লাশ
সাগরে ভাসমান নৌকায় মিলল ২০ ব্যক্তির পচা-গলা লাশ
চেকআপের জন্য ব্যাংকক যাচ্ছেন সুমন
চেকআপের জন্য ব্যাংকক যাচ্ছেন সুমন
জানা গেল গ্রেপ্তার দুজনের নাম
সালমানের বাড়ির সামনে গুলি / জানা গেল গ্রেপ্তার দুজনের নাম
ভালোবাসা উদযাপনে তুরস্কে ফারিণ
ভালোবাসা উদযাপনে তুরস্কে ফারিণ
শাকিবের সিনেমা দেখে জ্ঞান হারালেন দর্শক
শাকিবের সিনেমা দেখে জ্ঞান হারালেন দর্শক
যে কারণে ছেলেকে দেশের বাইরে পাঠাচ্ছেন শাকিব-অপু
যে কারণে ছেলেকে দেশের বাইরে পাঠাচ্ছেন শাকিব-অপু
‘আদম’ সিনেমার পরিচালক হিরণ আর নেই
‘আদম’ সিনেমার পরিচালক হিরণ আর নেই
বুবলীর সিনেমাকে ওয়েব সিরিজ বললেন ইকবাল (ভিডিও)
বুবলীর সিনেমাকে ওয়েব সিরিজ বললেন ইকবাল (ভিডিও)
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
কামিন্সের মুকুটে উইজডেনের খেতাব
কামিন্সের মুকুটে উইজডেনের খেতাব
২৩ এপ্রিল ঢাকায় আসছে ভারতীয় নারী ক্রিকেট দল
২৩ এপ্রিল ঢাকায় আসছে ভারতীয় নারী ক্রিকেট দল
ছুটি বাড়ানোর পর আর কয় ম্যাচ খেলবেন মোস্তাফিজ?
ছুটি বাড়ানোর পর আর কয় ম্যাচ খেলবেন মোস্তাফিজ?
আইপিএলে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে সামনেই বাংলাদেশের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের জন্য বিসিবি মোস্তাফিজকে প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তিপত্র দিলেও পরে তার অনাপত্তিপত্রের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়। এতে করে বাড়তি এক ম্যাচ চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামতে পারবেন তিনি। এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০টি উইকেট তুলে নিয়েছেন টাইগারদের এই কাটার মাস্টার। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় মোস্তাফিজের অবস্থান বর্তমানে তিন নম্বরে। তার চেয়ে বেশি উইকেট আছে শুধু যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের। স্বাভাবিকভাবেই দুর্দান্ত বোলিং করতে থাকা মোস্তাফিজকে পুরো মৌসুমের জন্যই পেতে চাইবে ধোনির দল। তবে তাদের এই আশা পূরণ হচ্ছে না। বিসিবির দেওয়া নতুন অনাপত্তিপত্র অনুযায়ী আগামী ২ মে বাংলাদেশে ফিরতে হবে টাইগার এ পেসারকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মোস্তাফিজের ৩০ তারিখে ফিরে আসার কথা, ওকে আমরা ১ তারিখের ম্যাচ খেলে ফেরার অনুমতি দিয়েছি। ফিরে জিম্বাবুয়ে সিরিজ খেলবে, এরপর আর ওকে পাঠাব না।’   আগামী ২৮ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। আসন্ন এই সিরিজে মোস্তাফিজকে প্রথম থেকেই দলের সঙ্গে চায় বিসিবি। যদিও চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা মোস্তাফিজকে পুরো মৌসুম আইপিএল খেলতে দেওয়ার পক্ষেও অনেকে। দল হিসেবেও ভালো অবস্থানে রয়েছে চেন্নাই। ৬ ম্যাচের ৪টিতে জয় পেয়েছে তারা। ফলে বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে চেন্নাই। বিসিবির কাছ থেকে পাওয়া ছুটি অনুযায়ী চেন্নাইয়ের হয়ে আরও ৪টি ম্যাচ খেলতে পারবেন তিনি। ১৯ ও ২৩ এপ্রিল লক্ষ্ণৌ, ২৮ এপ্রিল হায়দরাবাদ ও ১ মে পাঞ্জাবেরর বিপক্ষে ম্যাচ খেলে দেশের বিমান ধরতে হবে কাটার মাস্টারকে ।
বাদ না বিরতি, কী কারণে আইপিএল ছাড়লেন ম্যাক্সওয়েল?
বাদ না বিরতি, কী কারণে আইপিএল ছাড়লেন ম্যাক্সওয়েল?
হাথুরুর ফেরা নিয়ে ধোঁয়াশা!
হাথুরুর ফেরা নিয়ে ধোঁয়াশা!
ইভেন্ট
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ
লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ
স্বাধীনতা কাপ
স্বাধীনতা কাপ
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন
*/ ?>
X