ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লোম্বোক-এ এক শক্তিশালী ভ‚মিকম্পে অন্তত ৯১ জনের প্রাণহানি হয়েছে। গত রোববার রাতের এ ভ‚মিকম্পে আরো শত শত মানুষ আহত হন এবং জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভ‚মিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে সে সতর্কতা প্রত্যাহার করা হলেও ততক্ষণে দু’টি গ্রামে সমুদ্রের পানি ঢুকে যায়। ইন্দোনেশিয়ার জরুরি বিভাগ জানিয়েছে, ভ‚মিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। মার্কিন ভ‚তাত্মিক জরিপ বিভাগ জানিয়েছে, রিখটারস্কেলে ভ‚মিকম্পের মাত্রা ছিল ৭ এবং এর কেন্দ্র ছিল ভ‚পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভ‚মিকম্পের পর প্রায় ২৪ বার আফটার শক বা ভ‚মকম্পণ অনুভ‚তি হয়েছে। ভ‚মিকম্পে লোম্বোক দ্বীপের প্রধান শহর ‘মাতারাম’ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভ‚মিকম্পের জের ধরে শহরের বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শহরের প্রধান হাসপাতাল খালি করে ফেলা হয়। লোম্বোকে গত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় দফা ভ‚মিকম্প আঘাত হানল। গত ২৯ জুলাই সকালে এই পর্যটন দ্বীপে ৬.৪ মাত্রার ভ‚মিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছিল।
Share on Facebookসর্বশেষ সংবাদ
মোমেন-সুষমা বৈঠক তিন সমঝোতা স্মারক সই
নিউজ ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের ভারত সফরে ঢাকা-নয়াদিল্লির মধ্যে ৩ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল দুপুরে দুই দেশের...