কেন ইরানের ইস্ফাহান শহরকে টার্গেট করল ইসরায়েল?

কেন ইরানের ইস্ফাহান শহরকে টার্গেট করল ইসরায়েল?

নানা জল্পনা শেষে অবশেষে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহরে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে। দেশটির ইস্ফাহানে শহরে এ হামলা চালানো হয়েছে।
ইরানে বিমান চলাচল স্বাভাবিক
ইরানে বিমান চলাচল স্বাভাবিক
এবার সিরিয়া ও ইরাকেও হামলা
এবার সিরিয়া ও ইরাকেও হামলা
প্রমাণ করলেন কেন তাকে বলা হয় টাইব্রেকার স্পেশালিস্ট!
প্রমাণ করলেন কেন তাকে বলা হয় টাইব্রেকার স্পেশালিস্ট!
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান
হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান
তীব্র গরমে ছয় বিভাগে স্বস্তির খবর
তীব্র গরমে ছয় বিভাগে স্বস্তির খবর
  • মৃত্যুপুরী

    দেশের সড়ক-মহাসড়ক যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে—এ কথা বলার অপেক্ষা রাখে না। কেননা এক দিনের ব্যবধানে বড়-ছোট মিলিয়ে একাধিক ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০-এর অধিক! এর মধ্যে বুধবার ঝালকাঠিতে মর্মান্তিক এক দুর্ঘটনায় ১৪ এবং গত মঙ্গলবার ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপের সংঘর্ষে আরেক দুর্ঘটনায় ১৫ নিহতের ঘটনা ঘটে। এ ছাড়া মঙ্গলবার আলাদা ঘটনায় ছয় জেলায় দুই দম্পতিসহ আরও ১১ জন নিহত হয়েছে। সড়কে এ মৃত্যুর মিছিলের শেষ কোথায়, কে দেবে এই প্রশ্নের উত্তর? বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল তিনটি ইজিবাইক, একটি পণ্যবাহী ছোট ট্রাক, একটি প্রাইভেটকারসহ বেশ কয়েকটি

    ভূমি ব্যবস্থাপনায় ভোগান্তি দূর করুন

    গত ২৩ মার্চ ‘দৈনিক কালবেলা’য় আমার লেখা ‘ভূমি ব্যবস্থাপনায় হয়রানি এবং কিছু সুপারিশ’ প্রকাশিত হয়েছিল। আবার কিছুদিন আগে পৈতৃক সূত্রে পাওয়া যৎসামান্য জমির খাজনা দিতে গিয়ে অবগত হলাম জনসাধারণের আরও কিছু ভোগান্তির বিষয়। বলাবাহুল্য, ১৯৮২ সালে উপজেলা ভূমি অফিসের দায়িত্ব ছিল উপজেলা রাজস্ব কর্মকর্তার (ইউআরও) কাছে। পরে এ দায়িত্ব এসি(ল্যান্ড)দের ওপর ন্যস্ত করা হয় ১৯৮৮ সালের মধ্যভাগে। আর আমার ব্যাচ (বিসিএস ’৮৪) দিয়েই ভূমি প্রশাসনে এ সংস্কারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমি খুবই মন খারাপ করেছিলাম ম্যাজিস্ট্রেসি বাদ দিয়ে আগের ইউআরও অফিসে আমাকে পদায়ন করায়। কিন্তু সরকারি আদেশ মানতে বাধ্য হয়েছিলাম। তবে যোগদান করেই আমি আবেদন করেছিলাম ভূমি প্রশাসন থেকে প্রত্যাহার করার

    পুণ্যের শিক্ষা থাকুক বছরজুড়ে

    ইসলামের পাঁচ মূল ভিত্তির প্রায় সবই খুব কাছাকাছি সময় পালনের সুযোগ হয়। ইমানদাররা পুরো রমজানে সালাত আদায় করেন, সিয়াম সাধনা করেন, জাকাত আদায় করেন এবং রমজানের পরই সামর্থ্যবানরা হজ পালন করেন। পবিত্র রমজানের পরই শুরু হয় হজের মৌসুম। হজের জন্য মহান আল্লাহ যে তিনটি মাসকে নির্ধারণ করেছেন, তা হলো শাওয়াল, জিলকদ ও জিলহজ। এজন্য এ মাসগুলোকে ‘আশহুরুল হজ’ তথা ‘হজের মাসসমূহ’ বলা হয়। শাওয়াল মাসের প্রথম তারিখে পালিত হয় ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দয়াময় প্রতিপালকের কাছে প্রতিদান লাভের আশায় মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে। ধনী-গরিব, বাদশা-ফকির একই কাতারে দাঁড়ায়। ঈদুল ফিতরের দিনে সদকাতুল ফিতর আদায়
  • বিয়ের পাত্র-পাত্রী নির্বাচনে ইসলামের নীতি

    মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তবে এ জোড়া মিলিয়ে নেওয়ার দায়িত্ব মানুষের। নর-নারীর মধ্যে এ জোড় বাঁধার উপায় হিসেবে আল্লাহ দিয়েছেন বিয়ের বিধান। বিয়ের জন্য দরকার পড়ে সঠিক পাত্র-পাত্রী নির্বাচন। এ ব্যাপারে ইসলাম সবিশেষ গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়টি পরিষ্কার ভাষায় জানিয়েছেন। তিনি আত্মীয়তা স্থাপনের ক্ষেত্রে ধার্মিকতা ও চারিত্রিক বিষয়টি অধিক গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেন, ‘যখন তোমাদের কাছে আত্মীয়তার প্রস্তাব আসে আর তাদের চারিত্রিক এবং ধর্মীয় বিষয়টি সন্তোষজনক হয়, তাহলে সে প্রস্তাব গ্রহণ করবে। যদি তা না করো তাহলে ফেতনার সৃষ্টি হবে।’ (তিরমিজি : ১/২০৭)। অন্য আরেকটি বর্ণনায় আছে, ‘চার কারণে কোনো মেয়েকে বিয়ে করা যায়।

    শাওয়াল মাসের ছয় রোজা

    পবিত্র রমজান মাস শেষে এসেছে শাওয়াল। হিজরি ক্যালেন্ডারের দশম মাস শাওয়াল। শাওয়াল অর্থ উঁচু, উন্নত বা ভারী হওয়া। এ মাসে মুমিন বান্দারা ফিতরা প্রদান, ঈদুল ফিতর পালন ও ছয় রোজা রাখার মধ্য দিয়ে পরকালীন উন্নতি সাধন, নেকির পাল্লা ভারী ও গৌরব অর্জন করে থাকেন। এ মাসে ছয়টি নফল রোজা রাখা অন্যতম আমল। শাওয়ালের ছয় রোজার বিধান: অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা সুন্নত। এ রোজাগুলো লাগাতার অথবা ভেঙে ভেঙে আদায় করা যায়। হজরত ইবনে মোবারক (রহ.) বলেন, প্রতি মাসের তিন দিন রোজা রাখার মতো শাওয়ালের ছয় দিন রোজা রাখাও ভালো আমল। আল্লাহতায়ালা ফরজ ইবাদতের পর সুন্নত ও নফল

    অভিযোগ আমলে নেওয়া হোক

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবের) কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, রাজধানীর আগারগাঁও থেকে দুই যুবককে খালি হাতে আটকের পর অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় অভিযোগের সত্যতা মিলেছে। ঘটনার প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সুপারিশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তবে ১৫ দিন পার হলেও জামিন পাননি ওই দুই যুবক। মিরপুর মডেল থানায় র‌্যাবের করা এজাহারে বলা হয়েছে, ‘গত ৩০ মার্চ অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক সাড়ে ৮টায় মিরপুর গোলচত্বর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংস্থাটি জানতে পারে, মো. রহিম সুলতান ওরফে
  • প্রভাষ আমিন
    প্রভাষ আমিনহেড অব নিউজ, এটিএন নিউজ

    ধর্ম আর সংস্কৃতিকে মুখোমুখি করবেন না

    পরপর দুটি উৎসবে মাতোয়ারা ছিল গোটা দেশ। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতরের দুদিন পরই ছিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দুয়ে মিলে এবার লম্বা ছুটিতে উৎসবে মেতেছিল বাংলাদেশের মানুষ। ছুটির কারণে এবার উৎসব ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। ছুটি শেষ হয়েছে। তবে উৎসবের রেশ রয়ে গেছে এখনো। শিক্ষাপ্রতিষ্ঠান খোলেনি বলে রাস্তাঘাটে এখনো ছুটির আমেজ। উৎসবের রেশ যেমন রয়ে গেছে, সঙ্গে রয়ে গেছে বিতর্কের পাল্টাপাল্টিও। বাঙালি উৎসবপ্রিয় জাতি। কিছু উৎসব ধর্মীয়, কিছু জাতীয়, কিছু আবার রাষ্ট্রীয়। শোকের দিন ২১ ফেব্রুয়ারিকেও আমরা উৎসব বানিয়ে ফেলেছি। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর আমাদের রাষ্ট্রের জন্মোৎসব। ঈদ, পূজা, বড়দিন, প্রবারণা পূর্ণিমা—এই ধর্মীয় উৎসবগুলোতেও আমরা মেতে
    সৈয়দ ইশতিয়াক রেজা
    সৈয়দ ইশতিয়াক রেজাপ্রধান নির্বাহী কর্মকর্তা, গ্লোবাল টেলিভিশন

    বাংলাদেশের দৃষ্টিতে ভারতের নির্বাচন

    ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল। চলবে ১ জুন পর্যন্ত, যা মোট ৫৪৩ জন সংসদীয় প্রতিনিধিকে নির্বাচন করবে। নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে এবং ৪ জুন ফল ঘোষণা করা হবে। ভারতের এ লোকসভা নির্বাচনকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন, কারণ প্রায় ১০০ কোটি ভোটার এ নির্বাচনে ভোট দেবেন। বর্তমান শাসক দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি-বিজেপির মোকাবিলা করছে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ১২টি দলের জোট। পুরো নির্বাচনের বড় আকর্ষণ নরেন্দ্র মোদি, যিনি কট্টর হিন্দুত্ববাদের ঝান্ডা উড়িয়ে ২০১৪ সালে বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় বসে নিজেকে আর দলকে আরও সংহত করেছেন এ সময়ে। যদি এবারও তিনি জয়লাভ করেন,

    অপেক্ষা শুধু ফেরার

    ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া ২৩ বাংলাদেশি নাবিকের জিম্মিদশা থেকে মুক্তির খবর তাদের পরিবার-পরিজনের মতো দেশ-বিদেশের সবার কাছেই অত্যন্ত আনন্দ ও স্বস্তির। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহকে মুক্ত করতে টানা এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে জাহাজ মালিক, বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্টরা। অবশেষে অবসান হলো সেই প্রতীক্ষার। এখন অপেক্ষা স্বজনদের কাছে ফেরার। মঙ্গলবার কালবেলায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, গত শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় জলদস্যুদের সঙ্গে মুক্তিপণের বিনিময়ে জাহাজটি মুক্ত করা হয়। এটি আরব আমিরাতের দিকে যাচ্ছে। সেখানে পণ্য খালাস করা হবে এবং নাবিকরা শিগগির দেশে ফিরবেন। ১৯ কিংবা ২০ এপ্রিল জাহাজটি আমিরাতের আল
অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিমান চলাচল স্বাভাবিক

ঢাকাসহ তিন বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী নিহত

এবার সিরিয়া ও ইরাকেও হামলা

প্রমাণ করলেন কেন তাকে বলা হয় টাইব্রেকার স্পেশালিস্ট!

কেন ইরানের ইস্ফাহান শহরকে টার্গেট করল ইসরায়েল?

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

ইরানে বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ

হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান

১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

অটোভ্যান ছিনতাই করে চালককে হত্যা, গ্রেপ্তার ৩

১১

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

১২

৩১ জেলায় আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

১৩

ছুটির দিনটি কেমন যাবে আপনার?

১৪

সিনেমা হলের জায়গা বিক্রি, নির্মাণ হবে মাদরাসা

১৫

ভারতে লোকসভার ভোট শুরু আজ

১৬

পাবনায় চিনিবোঝাই ১২ ট্রাকসহ আটক ২৩

১৭

তীব্র গরমে ছয় বিভাগে স্বস্তির খবর

১৮

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৯

১৯ এপ্রিল : নামাজের সময়সূচি

২০
বাড়ছে গরম বাড়ছে ডায়রিয়া আক্রান্ত বেশি শিশু
প্রচণ্ড তাপদাহ বয়ে যাচ্ছে রাজধানীসহ সারা দেশে। ছোট-বড় সবাই গরমে কাবু। শরীরে দেখা দেয় পানিশূন্যতা। এ কারণে হাতের নাগালে থাকা বিভিন্ন অস্বাস্থ্যকর শরবত ও পানি খায় মানুষ। ফলে তারা আক্রান্ত
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বন্দরে
ইসরায়েলে ইরান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে বেড়েছে উত্তেজনা। অঞ্চলটিতে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়লে সংকটে পড়বে বিশ্ববাণিজ্য। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যেও পড়তে পারে নেতিবাচক প্রভাব। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, ইরান-ইসরায়েলের মধ্যকার চলমান
হাতে হাতে যাচ্ছে ব্যাংকের টাকা
ঋণের সুদের হার বাড়ানো সত্ত্বেও বাড়ছে না ব্যাংকের আমানত। বরং টানা চার মাস ধরে ব্যাংকের বাইরে নগদ টাকা ধরে রাখছে মানুষ। ব্যাংক খাতে বিভিন্ন ধরনের অনিয়ম, ঋণ জালিয়াতিসহ নানা ধরনের
জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই সিটিতে নতুন বিভাগ হচ্ছে
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে গত এক যুগে সরকারি বিভিন্ন সংস্থা খরচ করেছে ৩ হাজার কোটি টাকার বেশি। একের পর এক প্রকল্প বাস্তবায়নের পরও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। এখনো এক-দেড় ঘণ্টার
ঢাকাসহ তিন বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস
ঢাকাসহ তিন বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস
দেশজুড়ে চলছে তীব্র গরম। এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের তিন বিভাগে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তিন বিভাগে ঝড়সহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় দেওয়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।  একই সঙ্গে বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। পরের দিন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।  তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবৃদ্ধি পেতে পারে।   এ ছাড়াও রোববার ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবৃদ্ধি পেতে পারে।
১১ মিনিট আগে

‘নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষণাপত্রের তাৎপর্য তুলে ধরার আহ্বান’

১১ ঘণ্টা আগে

লক্ষ্য যাত্রী সেবার মানোন্নয়ন  / ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিল বিমান

১৩ ঘণ্টা আগে

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী 

১৪ ঘণ্টা আগে

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

১৫ ঘণ্টা আগে

জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না : পরিবেশমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন
হাইকমিশনারের সঙ্গে বৈঠক / বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন
দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশল বুঝতে চায় ব্রিটেন। এ লক্ষ্যে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।   বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় বারিধারার ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর ১টা পর্যন্ত।  বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের কর্মকর্তারাও ছিলেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের এটি ছিল আনুষ্ঠানিক বৈঠক। নির্বাচনের পর বিএনপি ও যুগপতের মিত্ররা সংসদ বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি মনে করে, ঐক্যবদ্ধ থাকার কারণেই ক্ষমতাসীন দল ও সরকার বিএনপিকে ভাঙতে পারেনি, নানামুখী চাপ ও প্রলোভন দেখিয়েও নেতাদের নির্বাচনে নিতে পারেনি; দল হিসেবে এটা তাদের বড় বিজয় এবং নেতৃত্বের সফলতা। দলের এই ঐক্য ধরে রেখে এবং আরও সুসংহত করে সামনের দিকে অগ্রসর হতে চায় বিএনপি। তাই নির্বাচনোত্তর দলকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছে হাইকমান্ড। এর অংশ হিসেবে রমজানজুড়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়েছিল। একই সঙ্গে দল-মত নির্বিশেষে পুরো জাতি এবং গণতন্ত্রকামী সব দলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। তাদের প্রত্যাশা, এই ঐক্যের মধ্য দিয়েই আগামীর আন্দোলনে তাদের বিজয় অর্জিত হবে। জানা গেছে, ঈদুল ফিতরের পর এবার শিগগিরই যুগপতের শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। এরপর নতুন নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় হবে দলটি। বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে মির্জা ফখরুল, আমীর খসরু ও শামা ওবায়েদের সঙ্গে সারাহ কুকের একটি হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল জানতে ও বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সারাহ কুক।  শামা ওবায়েদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
জামানত বৃদ্ধি উপজেলা নির্বাচনকে অর্থহীন করে তুলবে : গণতন্ত্র মঞ্চ
জামানত বৃদ্ধি উপজেলা নির্বাচনকে অর্থহীন করে তুলবে : গণতন্ত্র মঞ্চ
অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে : সালাম
অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে : সালাম
বিরোধী দল দমন ও ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার : মঈন খান
বিরোধী দল দমন ও ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার : মঈন খান
আ.লীগ সরকারকে পরাজয় বরণ করতেই হবে : ফখরুল 
আ.লীগ সরকারকে পরাজয় বরণ করতেই হবে : ফখরুল 
বিপিপি থেকে মহাসচিব কাদেরের পদত্যাগ
বিপিপি থেকে মহাসচিব কাদেরের পদত্যাগ
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

ফের বাড়ল সোনার দাম, রেকর্ড ভাঙল অতীতের

দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে ১০ দিনের ব্যবধানে ভরিতে ২ হাজার ৬৫ টাকা বাড়িয়ে এক ভরি ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে (বাজুস) জানিয়েছে, নতুন এ দাম এদিন সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৩৮৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৮০১ টাকা। এর আগে গত ৮ এপ্রিল বাজুস সবচেয়ে ভালোমানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করেছিল। আর ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৯৬ হাজার ২২৮ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০ হাজার ১৯০ টাকা। যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। চলতি বছর বাজুস এ নিয়ে ৮ বার সোনার দাম সমন্বয় করল। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

রিজার্ভ আবারো ২০ বিলিয়নের নিচে 

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বুধবার (১৭ এপ্রিল) দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ১৯ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। গত সপ্তাহ শেষে রিজার্ভ ২০ দশমিক ১০ বিলিয়ন ডলার ছিল। হুন্ডিপ্রবণতা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে রিজার্ভ কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাধারণত প্রতি বছর রমজান ও ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্সপ্রবাহ বাড়ে। এসময় প্রবাসীরা তাদের পরিবার পরিজনের জন্য বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান। তবে এবার তার উল্টো চিত্র দেখা গেছে। গত মার্চে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের একই মাস বা আগের মাস ফেব্রুয়ারির তুলনায় বেশ কিছুটা কম। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সোয়াপ পদ্ধতি চালু করার পর থেকে ব্যাংকগুলো বেশি দরে আর ডলার কিনছে না। এতে ডলারের দরও অনেকটা কমে এসেছে। এতে ১২৫ টাকায় উঠে যাওয়া ডলারের দর হঠাৎ করে ১১৫ টাকায় নেমে আসে। ফলে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স না পাঠিয়ে আবার হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছেন। কারণ হুন্ডিতে এখনো ১২৩ টাকা পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ব্যাংকিং চ্যানেলে মোট এক হাজার ৭০৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৬০৪ কোটি ডলার। এ হিসেবে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রেমিট্যান্স বেড়েছে ১০৪ কোটি ডলার বা ৬ দশমিক ৪৮ শতাংশ। গত ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল ২০২১ সালের আগস্টে। বিদেশ থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর থেকে ডলার সংকট কাটাতে গিয়ে ২৯ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কমতে কমতে গত নভেম্বর শেষে রিজার্ভ ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলারে নেমেছিল। এরপর আবার বেড়ে ডিসেম্বরে ২১ দশমিক ৮৬ বিলিয়ন হয়। এরপর কমতে কমতে গত মার্চ শেষে ১৯ দশমিক ৯১ বিলিন ডলারে নেমেছিল। এরপর গত সপ্তাহ শেষে তা বেড়ে ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।

বিশ্ববাজারে কমছে সোনার দাম

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার দ্রুত কমছে না বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল। এতে বিশ্ববাজারে গত কয়েক মাস ধরে অস্থির সোনার বাজারে কমতে শুরু করেছে দাম।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রতিবেদন লেখা পর্যন্ত স্পট মার্কেটে সোনার আউন্স ২ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে কেনাবেচা হচ্ছে সোনা। এর আগে প্রতি আউন্স সোনা ২ হাজার ৪০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছিল। চলতি বছরের শেষের দিকে তিন দফায় সুদহার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ- এমনটাই আশা করছিলেন বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। তবে সুদহার কমানো নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফেড চেয়ার জেরোমি পাওয়েল। চড়া মূল্যস্ফীতির কারণেই সহসা সুদহার কমানো হবে না বলে জোর দেন তিনি। অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে উচ্চ সুদহার গুনতে হবে আরও কয়েক সপ্তাহ। বছরের শুরু থেকেই মূল্যস্ফীতি কমানোর দিকে নজর দিয়েছে ফেড। মঙ্গলবার (১৬ এপ্রিল) মার্কিন ও কানাডিয়ান অর্থনীতিবিষয়ক এক প্যানেল আলোচনায় জেরোমি পাওয়েল, মূল্যস্ফীতির বর্তমান চিত্রে নিয়ে আস্থাহীনতায় ভোগার কথা জানান। এক্ষেত্রে মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত চড়া থাকবে, ততদিন পর্যন্ত প্রয়োজনে বর্তমান সুদের হার ধরে রাখার কথাও জানান তিনি। সুদহার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে স্থির আছে। যা বিগত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ। গত সপ্তাহের সরকারি তথ্য বলছে, বছর ব্যবধানে মার্চে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক ২ শতাংশ। এ হার ২ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেল রিজার্ভ। জানা গেছে, সুদহারে কাটছাঁটের ধারণার ওপর এতদিন বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে ফেড চেয়ার জেরোমি পাওয়েল সুদহার কমানো নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এ সংবাদে কমছে সোনার দাম।
১৮ ঘণ্টা আগে
বিশ্ববাজারে কমছে সোনার দাম

খোলা সয়াবিন তেলের দাম কমলেও বেড়েছে বোতলজাতের

খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমানো হলেও বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ দাম আজ থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, দাম বাড়ার নতুন এ সিদ্ধান্ত মিল গেট (পাইকারি বিক্রেতারা যে দামে কিনবেন) থেকে কার্যকর হবে। তবে বাজারে মজুত করা আগের সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বিত ভোজ্যতেল আগের দামেই বিক্রি হবে। নতুন সিদ্ধান্ত অনুসারে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা থেকে বেড়ে দাঁড়াল সর্বোচ্চ ১৬৭ টাকা। আর ৫ লিটার বোতলজাত তেলের দাম ৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৮১৮ টাকা। আর এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে কমিয়ে ১৪৭ টাকা করা হয়েছে। এ ছাড়া সুপার পাম তেল এক লিটারের (খোলা) দাম সর্বোচ্চ ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দাম আগে নির্ধারণ করা ছিল না বলে জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, ভোজ্যতেল সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্যারিফ কমিশনের সঙ্গে দ্বিপাক্ষিক একটি বৈঠক হয়েছে। আপনারা জানেন, ট্যারিফ কমিশনের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক বাজার মনিটর করি। বিভিন্ন আমদানি করা পণ্যের যৌক্তিক নির্দেশক মূল্য ট্যারিফ কমিশনের মাধ্যমে অবগত হই, যাতে মূল্যটা যৌক্তিক পর্যায়ে রাখতে পারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটা বিশেষ বিবেচনায় ভোক্তা পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দিয়েছিল। আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছিল। আমার ধারণা ছিল, আমদানি করার পর দাম বাড়বে। কিন্তু দুটো সার্কুলার ছিল। একটি হচ্ছে আমদানি পর্যায়ের, আরেকটি ভোক্তা পর্যায়ের সরাসরি মিল গেট থেকে। তিনি বলেন, এনবিআর রাজস্ব সংগ্রহের জন্য খুবই তৎপর। আমরা কিছু আলোচনা করার আগে, তেল উৎপাদনের মিলগুলোতে চিঠি চলে গেছে, ১৬ এপ্রিল থেকে যে পণ্যগুলো বের হবে, তাদের ১৫ শতাংশ ভ্যাট দিয়ে পণ্য বের করতে হবে।
১৮ ঘণ্টা আগে
খোলা সয়াবিন তেলের দাম কমলেও বেড়েছে বোতলজাতের

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাসসুম

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন মেরিনা তাবাসসুম। যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন প্রতি বছর এই তালিকা প্রকাশ করে। বাংলাদেশের এই খ্যাতনামা স্থপতি সেরা উদ্ভাবক ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন।  মঙ্গলবার টাইম ম্যাগাজিন ২০২৪ সালের এই তালিকা প্রকাশ করে। তাবাসসুমকে নিয়ে টাইম ম্যাগাজিনে লিখেছেন অ্যামেরিকান স্থপতি সারাহ হোয়াইটিং।  তাবাসসুমকে ‘নিঃস্বার্থ স্থপতি’ উল্লেখ করে সারাহ লিখেছেন, তাবাসসুমের নকশা করা ভবনগুলোর মাঝেও তার স্বার্থহীনতার পরিচয় দেখা যায়। পৃথিবীর সম্পদে ভাগ বসানো প্রাণিকুলের অংশ হিসেবে তিনি তার নিজের সৃষ্টির প্রতি যত্নশীল। আগা খান পুরস্কারপ্রাপ্ত ঢাকার বাইত উর রউফ মসজিদ নিয়ে তাবাসসুম নিজে বলেছেন, কৃত্রিম কোনো সাহায্য ছাড়াই একটা ভবনকে শ্বাস-প্রশ্বাস নিতে দিতে হবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে বন্যা ঝুঁকি বাড়তে থাকা একটি দেশে তিনি এমন সব বাড়ির নকশা করেছেন যেগুলো কম খরচে নির্মাণ করা যায় ও সহজে সরিয়ে ফেলা যায়।  বাইত উর রউফ ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর ও স্বাধীনতা স্তম্ভ মেরিনা তাবাসসুমের উল্লেখযোগ্য কীর্তি। আগা খান পুরস্কার ছাড়াও ২০২১ সালে সোন পুরস্কারের জন্য মনোনীত হন এই স্থপতি। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় এবারে জায়গা করে নিয়েছেন এনএফএল সুপারস্টার প্যাট্রিক মাহোমস, অ্যানিমেটর হায়াও মিয়াজাকি, ফরমুলা ওয়ান ড্রাইভার ম্যাক্স ভেরস্টাপেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট ও ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। 
১৭ এপ্রিল, ২০২৪
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাসসুম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অটোভ্যান ছিনতাই করে চালককে হত্যা, গ্রেপ্তার ৩
অটোভ্যান ছিনতাই করে চালককে হত্যা, গ্রেপ্তার ৩
সিনেমা হলের জায়গা বিক্রি, নির্মাণ হবে মাদরাসা
সিনেমা হলের জায়গা বিক্রি, নির্মাণ হবে মাদরাসা
পাবনায় চিনিবোঝাই ১২ ট্রাকসহ আটক ২৩
পাবনায় চিনিবোঝাই ১২ ট্রাকসহ আটক ২৩
ছাত্রলীগ নেতার পা ভেঙে ফেলার হুমকি দিলেন এমপি
ছাত্রলীগ নেতার পা ভেঙে ফেলার হুমকি দিলেন এমপি
কুপিয়ে জখম ৩
লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ / কুপিয়ে জখম ৩
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান

ইরানে বিমান চলাচল স্বাভাবিক

তেহরানসহ সব বিমানবন্দরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। শুক্রবার (১৯ এপ্রিল) ভোরবেলা ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণের শব্দ শোনা যায় দেশটির সামরিক গুরুত্বপূর্ণ ইস্ফাহান শহরে। এরপরই ইরানের বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।  ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।  খবরে আরও বলা হয়, তেহরানের প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এর খবরেও বলা হয়েছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালু হয়েছে। ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার দিনেই সিরিয়ায় সামরিক অবকাঠামোগুলো এবং ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদসাধ্যম বিবিসি ও আলজাজিরা। বিবিসি বলছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে বলে দুই মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান। ইরানের সেই হামলার জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল আগেই দিয়েছিল এবং এরপর থেকে ইরান সর্বোচ্চ সতর্কতায় ছিল। ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইরানের ইস্ফাহান শহরের উত্তর-পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি এই নিউজ এজেন্সি। ইস্ফাহান প্রদেশে একটি বড় বিমানঘাঁটি, বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে ইরানের।
এবার সিরিয়া ও ইরাকেও হামলা
এবার সিরিয়া ও ইরাকেও হামলা
কেন ইরানের ইস্ফাহান শহরকে টার্গেট করল ইসরায়েল?
কেন ইরানের ইস্ফাহান শহরকে টার্গেট করল ইসরায়েল?
ইরানে বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ
ইরানে বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ
হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান
হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
ভারতে লোকসভার ভোট শুরু আজ
ভারতে লোকসভার ভোট শুরু আজ
শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব
শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব
এবার নিউইয়র্কে এফ এম শাহীনের ‘মাইক’  
এবার নিউইয়র্কে এফ এম শাহীনের ‘মাইক’  
আমি এমনই
আমি এমনই
শিল্পী সমিতির নির্বাচন বানচাল হওয়ার আশঙ্কা
শিল্পী সমিতির নির্বাচন বানচাল হওয়ার আশঙ্কা
ববির বিলাসিতা
ববির বিলাসিতা
‘বেঁচে ফিরলে যাব তোর আসল বাড়ি’
‘বেঁচে ফিরলে যাব তোর আসল বাড়ি’
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
আবারও বাংলাদেশে আসছেন মেসি!
আবারও বাংলাদেশে আসছেন মেসি!
কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ?
কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ?
প্রমাণ করলেন কেন তাকে বলা হয় টাইব্রেকার স্পেশালিস্ট!
প্রমাণ করলেন কেন তাকে বলা হয় টাইব্রেকার স্পেশালিস্ট!
কয়েকদিন আগেও রিয়াল মাদ্রিদের তিন নম্বর গোলকিপার ছিলেন আন্দ্রে লুনিন। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে টাইব্রেকে জোড়া শট আটকে বনে যান নায়ক। কিন্তু টাইব্রেকারের আসল স্পেশালিস্ট তো এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপের পর প্রায় ভুলতে বসা এ আর্জেন্টাইন, নিজেকে আবারও মনে করালেন। জানান দিলেন পেনাল্টি শ্যূট আউটে তার চেয়ে ভালো আর কেউ নেই। বৃহস্পতিবার রাতে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিলির মুখোমুখি হয় মার্তিনেজের দল অ্যাস্টন ভিলা। এর আগে প্রথম গেলে ফরাসি ক্লাবটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল ইংলিশ ক্লাবটি। দ্বিতীয় লেগে ২-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছিল লিলি। দুর্দান্ত প্রত্যাবতর্নের গল্প লিখে ৩-৩ গোলের সমতায় শেষ করে নির্ধারিত সময়। পরে অতিরিক্ত ৩০ মিনিটে গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে দুটি শট রুখে দিয়ে অ্যাস্টন ভিলায় জয়ের নায়ক বনে যান এমি মার্তিনেজ। এর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জোড়া শট রুখে আর্জেন্টিনাকে তুলে ছিলেন সেমিফাইনালে। এরপর ফাইনালের টাইব্রেকেও আটকে দিয়েছিলেন ফ্রান্সের শট। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বনে যান টাইব্রেকার স্পেশালিস্ট। অ্যাস্টন ভিলার হয়ে আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় টাইব্রেকার স্পেশালিস্ট। ৩-৩ গোলের সমতার পর টাইব্রেকের লিলির প্রথম শট রুখে দেন মার্তিনেজ। অন্য দিকে নিজেদের প্রথম তিন শটেই গোল করে অ্যাস্টন ভিলা। তবে চতুর্থ শটটি মিস হয় তাদের। অন্যদিকে ফরাসি ক্লাবটি প্রথমটি মিস করলেও পরের তিন শটে গোল পায়। ফলে টাইব্রেকে চার শটের পর স্কোর দাঁড়ায় ৩-৩। মার্তিনেজ লিলি পঞ্চম শটটি রুখে দেন। আর ইংলিশ ক্লাবটি স্কোর করলে সেমিফাইনাল নিশ্চিত হয় উনাই এমরির শিষ্যদের।
মোস্তাফিজের ‘বিকল্প’ নিল চেন্নাই!
মোস্তাফিজের ‘বিকল্প’ নিল চেন্নাই!
মাদ্রিদের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করতে চান না গার্দিওলা
মাদ্রিদের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করতে চান না গার্দিওলা
ইভেন্ট
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ
লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ
স্বাধীনতা কাপ
স্বাধীনতা কাপ
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন
*/ ?>
X