সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রাঙামাটির সাজেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে  উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও ৮ জন আহত হয়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি
বিএনপির ৫ নেতা বহিষ্কার
বিএনপির ৫ নেতা বহিষ্কার
ছাত্রলীগের জরুরি সাংগঠনিক নির্দেশনা
ছাত্রলীগের জরুরি সাংগঠনিক নির্দেশনা
এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ
এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ
শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ
আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ
তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ
তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ
  • পরীক্ষিৎ চৌধূরী
    পরীক্ষিৎ চৌধূরীতথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা

    প্রয়োজন সরকার ও গণমাধ্যমের সমন্বয়

    ইরান ইসরায়েলের ওপর হামলা করেছে। ইসরায়েলের আকাশ জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে সেদিন আরেক দুনিয়াও জ্বলে উঠেছিল, সেই দুনিয়ার নাম সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক, টুইটার, ইউটিউবসহ অসংখ্য অনলাইন পোর্টালে উভয়পক্ষ তাদের মনের মাধুরী মিশিয়ে সত্য-মিথ্যা মিশ্রিত খবর ও ভিডিও ছেড়ে দিয়ে আজও অনলাইন দুনিয়াকে মাতিয়ে রেখেছে। এ মাতোয়ারা অবশ্য নতুন কিছু নয়। আজকের তথ্যভারাক্রান্ত যুগে, যাকে বলা হয় ‘ইনফোডেমিক’-এর যুগ, যখন তথ্যের মহামারিতে গোটা বিশ্ব ভুগছে এবং যখন প্রতিদিন অনলাইনে ৩২৮.৭৭ বিলিয়ন গিগাবাইট ডাটা ভেসে উঠছে, যার শতকরা প্রায় ৫৩ ভাগই ভিডিও; সেই সময়ে কোনটি তথ্য, কোনটি অপতথ্য তা নির্ণয় করা কীরকম দুরূহ কাজ, তা সহজেই অনুমেয়। এখনকার দিনে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে প্রতিমুহূর্তে কোটি
    প্রভাষ আমিন
    প্রভাষ আমিনহেড অব নিউজ, এটিএন নিউজ

    উপজেলা নির্বাচনে দুই দলের ঘরেই জ্বালা

    স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ উপজেলা। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক চার মাসের মাথায় শুরু হতে যাচ্ছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ।
    পাভেল পার্থ
    পাভেল পার্থপ্রাণ-প্রকৃতিবিষয়ক গবেষক ও লেখক

    নিজের মতো বই পড়ার অধিকার

    বিশ্বে বহু দিবস পালিত হয়। জলাভূমি, পরিবেশ, নদী, মৃত্তিকা, পানি, স্বাস্থ্য, বসতি, পাখি, বাঘ, বন কিংবা মেধাস্বত্ব বিষয়ে। বই দিবসও এমনি। ১৯৯৫ সনে জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ২৩ এপ্রিলকে ‘বিশ্ব বই ও গ্রন্থস্বত্ব দিবস’ হিসেবে ঘোষণা দেয়। ঐ বছর দিনটি উইলিয়াম শেকসপীয়র এবং ইনকা গার্সিলাসো দ্য ল্য ভেগাসহ অনেকের জন্ম ও মৃত্যুদিন। দুনিয়ার নানা দেশ নানাভাবে বই দিবস পালন করে। যদিও পৃথিবীর বেশকিছু দেশ নিজেদের মতো করে বছরে একদিন বই দিবস পালন করত। তবে ২৩ এপ্রিলকে বিশ্ব বই দিবস ঘোষণার পর দুনিয়াজুড়ে বহুজন নানাভাবে দিনটি পালনের চেষ্টা করে। একইসাথে ‘ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়াং পিপল’ দোসরা এপ্রিলকে
  • দৃঢ় অঙ্গীকার

    প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। রোববার চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে সেনাসদস্যরা দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠা নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান। আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্যই একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। এ লড়াই ছিল

    অশান্ত পৃথিবী ও আমাদের বাস্তবতা

    জীবন এখন কোথাও নিরাপদ নয়। আমরা আমাদের দেশের কথা বলি, ভাবি। কিন্তু শুধু কি বাংলাদেশ? আজ যদি আপনি বিশ্বের দিকে চোখ রাখেন দেখবেন উন্নত নামে পরিচিত দেশগুলোর সমাজ ও সামাজিক পরিবেশ ভয়াবহ। আমেরিকা দুনিয়ার সেরা একটি দেশ বলেই আমরা জানি। কেন সেরা? সে বিচার এখন দূর অস্ত। চীন, রাশিয়া, ভারত যে যত এগোক বা পেছাতে থাক, পরিসংখ্যান মতে যুক্তরাষ্ট্রই শীর্ষে। এই শীর্ষে থাকা তার অধিকার হয়ে গেছে। নানা বিচারে এখনো তাদের সেরা জায়গাটা মানতে হবে। কিন্তু আপনি কি চীন, রাশিয়া বা ভারতের স্কুলে এমন কিলিং মিশন দেখেন? বাচ্চাদের শিশুদের এভাবে মারার রেকর্ডে আমেরিকা সবাইকে ছাড়িয়ে। কদিন পরপর একেকটা ঘটনায় বুকের

    আত্মসন্তুষ্টি নয়, কান পেতে শুনুন

    যে কোনো দেশের সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জনগণের পালস বোঝা। অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠ জনতা কী চায়, কোথায় সরকারের দুর্বলতা আছে বলে মনে করে, কোন কোন ক্ষেত্রে নাগরিকরা অসুবিধা বোধ করছে, কী কী কারণে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে—এসব কান পেতে শোনা। যদি রাষ্ট্র বা সরকারপ্রধান এ পালস বুঝতে না পারেন, তাহলে তার পরিণতি কী হতে পারে, সেটা আমরা দেখেছি বহু দেশে, বহুবার। পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও জনক মোহাম্মদ আলি জিন্নাহর পূর্ব পাকিস্তান সম্পর্কে অজ্ঞানতাও অজানা নয়। জিন্নাহর পাকিস্তান প্রতিষ্ঠায় পূর্ববঙ্গের মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছিল পাকিস্তানের অংশ হতে। কিন্তু জিন্নাহ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের পালস বুঝতে পারেননি। শুধু তাই নয়,
  • তথ্যপ্রযুক্তিকে শিল্প করে তুলতে হবে

    স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম বড় অর্জন হলো গার্মেন্টস খাতকে একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে গড়ে তোলা। রেমিট্যান্সের পর বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে এখন এ পোশাক শিল্প। ওষুধ শিল্প, কৃষি খাতসহ অনেকেই অর্থনীতিতে ছোট-বড় অবদান রাখছে। কিন্তু আমাদের চোখ এখন আরেকটু ওপরের দিকে তুলতে হবে। আমাদের লক্ষ্য এখন ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ে তোলা। বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির একটি দেশ হিসেবে গড়ে তুলতে গেলে পোশাক শিল্পের মতো আরেকটি বড় খাতকে দাঁড় করানোর কোনো বিকল্প নেই। আর এ জায়গায় এসে আমরা বলতে পারি যে, বাংলাদেশে এখন সবচেয়ে বড় সম্ভাবনা আছে এদিক থেকে তথ্যপ্রযুক্তি খাতের; বিশেষ করে সফটওয়্যার ও সংশ্লিষ্ট সেবা খাতের। অনেকে

    সতর্কতা জরুরি

    তীব্র তাপে পুড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন। চলমান তাপপ্রবাহে এরই মধ্যে দেশের চার জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের। স্বস্তির বৃষ্টিই যখন মানুষের একমাত্র প্রতীক্ষা, তখন আবহাওয়াবিদেরও নিরুপায় নিরসবদনে বলতে হচ্ছে, প্রকৃতির এ রোষানল চলবে আরও কয়েক দিন। এ অবস্থায় সবচেয়ে জরুরি হচ্ছে সুস্থ থাকার জন্য সর্বোচ্চ সতর্ক থাকা। যদিও সব শ্রেণির মানুষের সব রকমের সতর্কতা অবলম্বনের বাস্তবতা নেই, তবে তাদের জীবনে কিছুটা স্বস্তি আনতে সমাজে সচ্ছলরা অবশ্যই ভূমিকা রাখতে পারেন। সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে গেছে যশোর, পারদ উঠেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের বিটুমিন। ঝলসে যাচ্ছে ক্ষেতের ফসল। রোদে শুকিয়ে ঝরচ্ছে আম-লিচু। মানুষের দুর্ভোগের সঙ্গে হাসপাতালেও বাড়ছে রোগী। দেশজুড়ে

    রাজনীতিতে চাতক পাখির গন্তব্য কোথায়

    আন্তর্জাতিক তৎপরতা ও দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনে বিএনপি যে জনপ্রিয় দল, তা প্রমাণে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই দলটির সামনে। যদি হঠাৎ কোনো প্রলয় ঘটেও, তাতে বিএনপির কোনো লাভ হবে না। বাঁচতে হলে পানি পান করতেই হবে। এটি সব প্রাণীর জন্য সত্য। জীবজগৎ পানিনির্ভর। পানি ছাড়া পৃথিবী অচল। পানির প্রয়োজন সবার। তবে এ প্রয়োজনের মাত্রা ভেদ আছে। আছে উৎসের পার্থক্য। আছে রকমফের। গাধা ও ঘোড়া একই ধরনের পানি পান করে না। আবার অনেক জীব নির্দিষ্ট উৎসের পানি পান করে থাকে। এদের মধ্যে চাতক পাখি বিশেষভাবে আলাদা। এরা বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো উৎসের পানি পান করে না। বৃষ্টির জন্য
অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলা রঙের মেঘে ঢেকে গেছে গ্রিসের আকাশ

বৃষ্টির আশায় দেশজুড়ে চলছে যত আয়োজন

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বিএনপির ৫ নেতা বহিষ্কার

পরবর্তী কোচ হিসেবে স্লটকে পছন্দ লিভারপুলের

কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত

নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম

ব্র্যাকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

ফেসবুকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা, বোমা বিস্ফোরণ

সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি

১০

ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিপিএলসি

১১

 তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং থাকবে না : বিদ্যুৎ সচিব

১২

বক্তৃতার মঞ্চেই জ্ঞান হারালেন মন্ত্রী

১৩

মার্কেটিং অফিসার নেবে কর্ণফুলী গ্রুপ

১৪

রাঙ্গুনিয়ায় বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

১৫

ছাত্রলীগের জরুরি সাংগঠনিক নির্দেশনা

১৬

মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

১৭

শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

১৮

বৃষ্টির পানির জন্য চোখের পানি ফেললেন হাজারও মুসল্লি

১৯

টয়লেটে মূত্রত্যাগ করলেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পরীক্ষা

২০
বিশ্বজুড়ে শুধু গরমেই বছরে মারা যান ১৮৯৭০ শ্রমিক
তীব্র গরম ও তাপদাহে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১৯ হাজার শ্রমিকের মৃত্যু হচ্ছে। এ ছাড়া কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ছেন দুই কোটিরও বেশি শ্রমজীবী মানুষ। সোমবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক শ্রম সংস্থা
দ্রুত গলছে হিমবাহ, হ্রদের আয়তন বাড়ছে হিমালয়ে
বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমেই বদলে যাচ্ছে আবহাওয়া। এপ্রিলেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব জলবায়ু সংস্থা জানিয়েছে, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখী হয়েছে এশিয়ার
অচলাবস্থা কাটেনি, সেশন জটের কবলে বুয়েট
ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদ ও ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবিতে গত ২৯ ও ৩০ মার্চ টানা দুদিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এরপর থেকে বড় সমাগম বা দৃশ্যমান
উপজেলা নির্বাচন / প্রার্থিতা উন্মুক্ত থাকার পরও বিনা ভোটে জয়ের হিড়িক
উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রার্থিতা উন্মুক্ত রেখেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভোটের উপস্থিতি বাড়াতে এবং নির্বাচন উৎসবমুখর করতে নির্বাচন কমিশন (ইসি) থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তার পরও উপজেলা
বৃষ্টির আশায় দেশজুড়ে চলছে যত আয়োজন
বৃষ্টির আশায় দেশজুড়ে চলছে যত আয়োজন
বৃষ্টির আশায় নানা আয়োজনে নানা জনের নানান ধরণের প্রার্থনা। বিশেষ নামাজ-মোনাজাত ও বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন উভয়ই বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকে কৃষিভিত্তিক সমাজব্যবস্থা বাংলার মানুষ বৃষ্টির জন্য অপেক্ষায় থেকেছে। শুধু অপেক্ষাই করেনি। বৃষ্টির জন্য অপেক্ষার পাশাপাশি করেছেন নানা আয়োজন।  বাংলা সংস্কৃতির পথ ও পরিক্রমায় মৌর্য শাসন আমল থেকে মুঘল শাসন আমল ও আজকের বাঙালি সংস্কৃতির সব কিছু আমাদের এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা নির্ভর। তাই আমাদের দেশের সমস্ত উৎসব-প্রার্থনা প্রায় সকল আয়োজন প্রাণ ও প্রকৃতিকে কেন্দ্র করে। যখনই অনাবৃষ্টি-খরা, ঝড়-বন্যার মতো দুযোর্গ নিয়ে প্রকৃতির বিমাতাসুলভ রুদ্র আচারণ আমাদের আহত করে ঠিক তখনই দেশের গ্রামেগঞ্জে হাজার বছরের প্রার্থনার ঐতিহ্যকে ধারণ করে মানুষ নানাভাবে প্রকৃতিকে সন্তুষ্ট করার চেষ্টা করে। শহর, বন্দর, গ্রাম-সব জায়গায় গ্রীষ্মের রুদ্ররোদ। প্রচণ্ড তাপে গলে যাচ্ছে সড়কের পিচ, হিট স্ট্রোকে মারা যাচ্ছেন মানুষ। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। দাবদাহ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে রোগবালাইও বাড়ছে। গরম থেকে বাঁচতে নদী-খাল-বিল ও ডোবায় নামছে মানুষ, ঘটছে দুর্ঘটনা। সর্বত্র হাঁসফাঁস অবস্থা; এই অবস্থা থেকে বাঁচতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছে মানুষ।  মঙ্গলবার সারা দেশে হঠাৎ অসুস্থ হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার ওয়ারীতে ছাপাখানার কর্মী, ময়মনসিংহে শিলপাটার কর্মী ও মিল শ্রমিক, কুমিল্লায় রাজ জোগালি, জামালপুরে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকজনিত কারণে এদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া গরম থেকে বাঁচতে রাজশাহীর পদ্মা নদীতে নেমে তিন শিশু মারা গেছে। এমন পরিস্থি পরিবর্তনের জন্য প্রয়োজন বৃষ্টির আর এই বৃষ্টি নামানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাঙের বিয়ে, ইস্তিস্কার নামাজ, তালতলার শিন্নি, মেঘ পূজা, হুদমা গান, কুলা নামানি, পুণ্যিপুকুর ব্রতের মতো নানা আয়োজন করা হয়। ব্যাঙের বিয়ে : 'ব্যাঙ্গা-ব্যাঙ্গির বিয়ে, কুলো মাথায় দিয়ে/ ও ব্যাঙ জল আন গিয়ে আন গিয়ে/ খালেতে নাই জল/ বিলেতে নাই জল/ আকাশ ভেঙে পড়ে ফোঁটা ফোঁটা জল।'এমনটাই গাইতে গাইতে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয় কোনো বিল বা জলাশয় থেকে ধরে আনা একজোড়া ব্যাঙকে। ব্যাঙের মাথায় থাকে টোপর, নারীরা শঙ্খধ্বনির মাধ্যমে ব্যাঙের গায়ে হলুদ মাখিয়ে দেন। বিয়ে উপলক্ষে চলে ভুরিভোজও। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টির দেবতা বরুণ দেব সন্তুষ্ট হয়ে শিগগির পর্যাপ্ত বৃষ্টি নামাবেন এবং ওই বছর ধানের উৎপাদন ভালো হবে। অনাবৃষ্টি ও খরার দরুন দেশের নানা অঞ্চলে আজও ব্যাঙের বিয়ে সমারোহে পালিত হয়ে থাকে। কেবল সনাতন ধর্মাবলম্বীরাই নয়, ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় পাহাড়ি সমাজেও। অনেক পাহাড়ি জনগোষ্ঠী ব্যাঙের বিয়ে উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে চাঁদার মতো সবজি ও চাল সংগ্রহ করে। এরপর বিয়ের আয়োজনকারী বাড়ি গোবর দিয়ে লেপে পবিত্র করে ব্যাঙের বিয়ে আয়োজন করা হয়। আয়োজন শেষে মহা ধুমধামের মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। ইস্তিস্কার নামাজ : ‘ইস্তিস্কা’ শব্দের অর্থ পানির জন্য প্রার্থনা করা। খরা বা দাবদাহের অবস্থা থেকে নিষ্কৃতি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইস্তিস্কার নামাজ বলে। পরপর তিন দিন ইস্তিস্কার নামাজ পড়া সুন্নত। যদি ইতিমধ্যে বৃষ্টি হয়েও যায়, তবু তিন দিন করা উত্তম। এই তিন দিন নফল রোজা রাখা মুস্তাহাব।হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ (রা.) বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ (সা.) নামাজের মাঠের দিকে বের হয়ে গেলেন, অতঃপর ইস্তিস্কা (আল্লাহর কাছে পানি তলব) করলেন। তিনি কিবলামুখী হলেন। তাঁর চাদর উল্টিয়ে পরলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন।’ (বুখারি ও মুসলিম)। ইস্তিস্কার নামাজের সময়: সূর্যোদয়ের পর ২০ মিনিটের মতো সময় অতিবাহিত হলে ইস্তিস্কার নামাজ পড়তে হয়, ইশরাক নামাজ ও ঈদের নামাজের সময়ের মতো। তালতলার শিন্নি : বাংলার কৃষি প্রধান অঞ্চলে তালতলার শিন্নি বৃষ্টির জন্য প্রার্থনার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রচলিত একটি আয়োজন। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দুধ, চাল, গুড় চাঁদা হিসেবে তোলা হয়। কেউ কেউ অর্থ সাহায্যও করে। সংগৃহীত রান্নার জিনিসপত্র নিয়ে যাওয়া হয় গ্রামের সবচেয়ে উঁচু গাছের তলায়। এরপর হাঁড়িতে চড়িয়ে রান্না করা হয় শিন্নি। বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে উঁচু গাছ তালগাছ হওয়ায় এটি তালতলার শিন্নি হিসেবেই পরিচিত। অনেক অঞ্চলে খিচুড়িকেও শিন্নি নামে ডাকা হয়। তালতলা শিন্নি খাওয়ার জন্য গ্রামের সর্বস্তরের মানুষ গাছতলায় জড়ো হয়। রান্না শেষে উপস্থিত গ্রামবাসীদের কলাপাতায় শিন্নি বিতরণ করা হতো। খাওয়ার পর উপস্থিত গ্রামবাসী বৃষ্টির জন্য প্রার্থনা করে।   কাদা মাখানো কোনো কোনো অঞ্চলে বৃষ্টি নামানোর জন্য কাদা মাখানোরও চল রয়েছে। মেয়েরা পানি ভর্তি কলসি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাজির হয়। তারা শুকনো উঠোনে পানি ঢেলে কাদা তৈরি করে একে অন্যের গায়ে কাদা ছিটিয়ে দেয়।   মেঘ পূজা : উত্তরবঙ্গে অনাবৃষ্টির সময় বৃষ্টি নামানোর জন্য লোকজ পূজার নাম হুদুমদ্যাও পূজা বা মেঘ পূজা। এ উপলক্ষে নৃত্য-গীতেরও আয়োজন করা হয়। চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের শুরুতে এই লোকপূজার আয়োজন করা হয়।ফিঙে পাখির বাসা, কলাগাছ, পানিভর্তি একটি ঘট, কুলো, পান-সুপারি, বরণ ডালা, ধুপ এবং পূজার নানাবিধ সরঞ্জামাদি নিয়ে হুদুমদ্যাও পূজার আয়োজন করা হয়। মেঘ পূজায় পুরুষদের কোনো প্রবেশাধিকার নেই। এটি নারীদের মধ্যে সীমাবদ্ধ। হুদমা গান : বৃষ্টি নামানোর জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন রাতে দলবেঁধে হুদমা গান গেয়ে থাকেন। তাদের বিশ্বাস, হুদমা মেঘের দেবতা। যদি দেবতা হুদমাকে সন্তুষ্ট করা যায় তাহলে তিনি চাষের উপযুক্ত বৃষ্টির বর্ষিত করবেন। কুলা নামানি : গ্রাম বাংলায় বৃষ্টির জন্য কৃষকদের এক লোকজ অনুষ্ঠানের নাম কুলা নামানি। প্রথমে নতুন একটি কুলায় ধান, বিভিন্ন বনফুল, ধান, দূর্বাঘাস এবং কাকের বাসার কাঠখড় দিয়ে সাজানো হয়। গ্রামের কোনো এক কিশোর বা কিশোরীর মাথায় সেই কুলা তুলে দেওয়ার আগে একটি কাঁসার কলসির উপর কুলাটি রাখা হয়। কলসিতে থাকে সোনা-রূপা ভেজানো পানি। সঙ্গে থাকে একটি আমগাছের ডাল।কুলা বহনকারী সেই কিশোর/ কিশোরীর মুখে মাখানো থাকে সাদা চুন ও কালি। এ চুন-কালি দিয়ে মেঘের প্রতীক। কুলা বহনকারীর পেছনে সারিবদ্ধভাবে আসতে থাকে বাকি কিশোর, বালকরা।  তাদের মুখেও চুন-কালি থাকে। কুলা নামানির দলের সঙ্গে থাকেন কয়েকজন বয়োজ্যেষ্ঠ গ্রামবাসীও।কুলা নামানি বালক-বালিকা, কিশোর-কিশোরীরা বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল মশলা, শাকসবজি বা টাকা পয়সা চাঁদা হিসেবে তোলে। তাদের জিনিসপত্র দেওয়ার সময় বিভিন্ন বাড়ির বয়োজ্যেষ্ঠরা কুলা নামানির দলকে দিয়ে ভিজিয়ে দেন। তখন সবাই বৃষ্টির গান ধরে বৃষ্টি নামানোর জন্য প্রার্থনা করে। এমনই একটি গান 'আল্লাজিরা, তেওল্লাজিরা, বাঁশপাতার ভাই/ এমন বরণ বইরা যাবি ভিজ্জা বাড়ি যাই'। গান গাইতে গাইতে বিভিন্ন বাড়ি থেকে সংগৃহীত চালডাল ও আনাজপত্র নিয়ে কোন এক বাড়ির উঠানে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। রান্নার সময়ও উপস্থিত সবার মুখে মুখে থাকে বৃষ্টির গান। খিচুড়ি রান্না শেষে তা আগত সবাইকে খেতে দেওয়া হয়। পুণ্যিপুকুর ব্রত : গ্রামবাংলায় বৃষ্টি নামানোর আরেকটি প্রথা 'পুণ্যিপুকুর ব্রত'। এটি সনাতন ধর্মাবলম্বীদের আচার।বৃষ্টি নামানোর পাশাপাশি বৃষ্টির অভাবে এবং তীব্র সূর্যতাপে যেন পুকুর না শুকিয়ে যায়, গাছপালা না মারা যায় এবং ফসলের ফলন ভালো হয় সেজন্য ১ মাসব্যাপী এই ব্রত পালন করা হয়। ৫ থেকে ৯ বছরের মেয়েরা এই ব্রত পালন করে থাকে। আবার কোনো কোনো অঞ্চলে বিবাহিত নারীরাও অংশ নেন ব্রতে।
১৬ মিনিট আগে

তীব্র গরমে সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস

২ ঘণ্টা আগে

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

২ ঘণ্টা আগে

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন / দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ

৩ ঘণ্টা আগে

তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা

৫ ঘণ্টা আগে

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
বিএনপির ৫ নেতা বহিষ্কার
বিএনপির ৫ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।  বুধবার (২৪ এপ্রিল) বিকেলে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জলঢাকা পৌর নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (কমেট চৌধুরী); আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপির সহসভাপতি সাদেক আলী, চট্টগ্রাম উত্তর জেলাধীন ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ আলী মাহমুদ, সদস্য জহুরুল আলম এবং কক্সবাজার জেলাধীন ঈদগাঁ উপজেলা বিএনপির সদস্য ও ঈদগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মুন্সিগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজারের তিন নেতাকে বহিষ্কার করে বিএনপি।
২৭ মিনিট আগে
নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম
নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম
ছাত্রলীগের জরুরি সাংগঠনিক নির্দেশনা
ছাত্রলীগের জরুরি সাংগঠনিক নির্দেশনা
পথচারীদের মাঝে বিএনপির পানীয় বিতরণ
পথচারীদের মাঝে বিএনপির পানীয় বিতরণ
রাজবাড়ী জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজবাড়ী জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন / দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ
সেই নারী কাউন্সিলর চামেলীকে দল থেকে বহিষ্কার
সেই নারী কাউন্সিলর চামেলীকে দল থেকে বহিষ্কার

বেপজা অর্থনৈতিক জোনে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস এক্সেসরিস কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি লিমিটেড।  এ লক্ষ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। খবর বাসসের। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াইফাং শেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ২৭১ মিলিয়ন পিস মেটাল জিপার, নাইলন বা প্লাস্টিক জিপার, স্লাইডার, চেইন, জিপার পার্টস, টেপস, প্লাস্টিকের  বোতাম, বোতামের পার্টস, মোল্ড উৎপাদন করবে যেখানে ২০৬৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে নির্বাচনের জন্য এসবিএস জিপারকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি এসবিএস জিপার বাংলাদেশকে তাদের উৎপাদন এবং রপ্তানি শুরু করতে সার্বক্ষনিক সব ধরনের সেবা প্রদানের আশ্বাস দেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইস সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ  কোম্পানির প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি লিমিটেড বিশ্বের অন্যতম বৃহৎ জিপার উৎপাদনকারি প্রতিষ্ঠান এসবিএস জিপারের সহযোগী প্রতিষ্ঠান, বৈশ্বিক জিপার উৎপাদনে যাদের অবস্থান চীনে প্রথম এবং বিশ্বে দ্বিতীয়।

সুদের ওপর কর অব্যাহতি পেল অফশোর ব্যাংকিং

সুদের ওপর কর অব্যাহতি পেয়েছে অফশোর ব্যাংকিং ব্যবসা। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে কার্যরত সব ব্যাংককে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশে বা বিদেশে অবস্থানরত বাংলাদেশি বা বিদেশিরা বাংলাদেশের কোনো ব্যাংকের অফশোর ইউনিটে অর্থ জমা রাখলে প্রাপ্ত সুদের ওপর কোনো কর দিতে হবে না। আবার অফশোর ইউনিটগুলো দেশি বা বিদেশি যে কোনো উৎস থেকে অর্থ ধার নেওয়ার পর যে সুদ দেয়, তার জন্যও কর দিতে হবে না। ফলে সুদ বাবদ পাওয়া অর্থের পুরোটাই পাবে অর্থ ধার দেওয়া প্রতিষ্ঠানগুলো। অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের অভ্যন্তরে পৃথক এক ব্যাংকিং ব্যবস্থা। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান এবং বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের মাধ্যমে ব্যবসা হয় অফশোর ব্যাংকিংয়ে। অফশোর ইউনিটের ব্যবসার পুরোটাই হয়ে থাকে বৈদেশিক মুদ্রায়। ব্যাংকের প্রচলিত কোনো নিয়ম বা নীতিমালা অফশোর ব্যাংকিংয়ে প্রয়োগ হয় না। কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল হিসাবে। দেশে বৈধ পথে ডলারের সরবরাহ বাড়াতে অফশোর ব্যাংকিং আইন প্রণয়নসহ নানা শর্ত শিথিল করেছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার মুনাফা বা সুদের ওপর থেকে কর তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ডলার-সংকট ও বিদেশি ব্যাংকগুলোর তহবিল দিতে অনীহার কারণে ব্যাংকগুলোর অফশোর ইউনিটের ব্যবসা অনেকটা থমকে গেছে। এরপরও বেড়েছে অফশোর ব্যাংকিংয়ে কিছু ব্যাংকের ঋণ। জানা গেছে, ২০২১ সালের জুনে ব্যাংকগুলোর অফশোর ইউনিটের দেওয়া ঋণের পরিমাণ ছিল ৭৩ হাজার ৩৮৭ কোটি টাকা। তখন খেলাপি ছিল মাত্র ১ হাজার ৪০ কোটি টাকা, যা মোট ঋণের ১ শতাংশের কিছুটা বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বরে অফশোর ইউনিটগুলোর ঋণ বেড়ে দাঁড়ায় ৮৩ হাজার ৮২৬ কোটি টাকা। আর খেলাপি ঋণ বেড়ে ১ হাজার ৭৫৫ কোটি টাকায় ওঠে, যা মোট ঋণের ২.০৯ শতাংশ। অফশোর ইউনিটের ঋণের ২২ শতাংশই সংকটে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশের।

পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ

শ‌রীয়াহভিত্তিক পরিচালিত বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাওয়া পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন।  মঙ্গলবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে তারেক রিয়াজ খান বলেন, ‌‘আমি ১৮ মার্চ পদত্যাগ করেছি এবং সেদিন থেকেই আমার পদত্যাগ কার্যকর হয়েছে। পদত্যাগের পর এনআরবি ব্যাংক আমাকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করে।’ তারেক রিয়াজ খান ২০২২ সালের মার্চ মাসে পদ্মা ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে তারেক রিয়াজ এমডি পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে পরে আবার ব্যাংকে ফেরেন। এখন একীভূত হতে যাওয়া কোনো দুর্বল ব্যাংকের এমডি, ডিএমডি বিদ্যমান চাকরিতে থাকতে পারবেন না। এ রকম অবস্থায় তিনি আবার পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এদিকে গত মাসে অনিয়ম-জালিয়াতিতে সংকটে পড়া পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) শ‌রীয়াহভি‌ত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয় ঘোষণা দেওয়া হয়। এটা একীভূত করা প্রথম সিদ্ধান্ত। এ প্রক্রিয়া এগিয়ে নিতে গত ২৫ মার্চ বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) সই করে। এরপর বাংলাদেশ ব্যাংক এই দুটি ব্যাংকের নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ দিয়েছে।   
২১ ঘণ্টা আগে
পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ

ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি

ব্যাংক একীভূতকরণে আন্তর্জাতিক ও বাংলাদেশ ব্যাংক ঘোষিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে না বলে মনে করে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক মানদণ্ড না মানায় প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়াগুলো স্থগিত করতে বলেছে সংস্থাটি।  মঙ্গলবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এই মন্তব্য করেছে। এতে সংস্থাটি বলে, ব্যাংকিং খাতের দুর্বল ব্যাংকগুলো রক্ষার নামে কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণের পথে হাঁটতে শুরু করেছে, যা আর্থিক খাতে সংকট মোকাবিলায় বৈশ্বিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিবেচিত হওয়ার কথা। কিন্তু সংবেদনশীল ও জটিল এই কাজটি করতে আন্তর্জাতিকভাবে অনুসৃত মানদণ্ড ও রীতিনীতি এবং এমনকি কেন্দ্রীয় ব্যাংকের নিজের ঘোষিত নীতিমালা না মেনে তড়িঘড়ি করা হচ্ছে। টিআইবি বলছে, স্বেচ্ছাচারীভাবে চাপিয়ে দেওয়া কয়েকটি ব্যাংক একীভূতকরণের ঘোষণা এবং এ প্রক্রিয়ায় থাকা ভালো ব্যাংকগুলোর অস্বস্তি, একীভূত হতে কোনো কোনো দুর্বল ব্যাংকের অনীহা, সব মিলিয়ে ব্যাংকিং খাতে শঙ্কা, অস্থিরতা ও অনিশ্চয়তা গভীরতর করেছে। যা একীভূতকরণের পুরো প্রক্রিয়াটিকে শুরুর আগেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। টিআইবি মনে করে, প্রস্তাবিত একীভূতকরণের মাধ্যমে খেলাপি ঋণে জর্জরিত দুর্বল ব্যাংকের মন্দ ঋণ ব্যবস্থাপনা এবং জবাবদিহিসংক্রান্ত বিষয়গুলোতে যে ধরনের অস্পষ্টতা তৈরি করা হয়েছে, তা সংকটের মূল সমস্যাকে পাশ কাটিয়ে ঋণখেলাপি ও জালিয়াতির জন্য দায়ী মহলকে “দায়মুক্তি” প্রদানের নামান্তর। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গণমাধ্যমের খবর অনুযায়ী, একটি দুর্বল ব্যাংক ছাড়া কোনো ব্যাংকই নিজ উদ্যোগে একীভূত হওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি, আবার এ প্রক্রিয়ায় নাম আসা সবল ব্যাংকগুলো স্বীয় উদ্যোগে স্বেচ্ছায় ও সজ্ঞানে এতে যুক্ত হতে সম্মত হয়েছে তাও নয়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি প্রথম থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা ঘোষিত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’ তিনি বলেন, ‘তা ছাড়া, দুর্বল ব্যাংকের সম্পদ ও দায়-দেনার পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া আপাত সবল ব্যাংকের ঘাড়ে একীভূতকরণের নামে ঋণখেলাপি ও জালিয়াতির বোঝা চাপিয়ে দেওয়া কতটুকু যৌক্তিক ও ন্যায়সংগত? অবস্থাদৃষ্টে মনে হয়, যা ঘটছে তা ক্যান্সার চিকিৎসায় প্যারাসিটামল প্রয়োগের নামান্তর। একীভূতকরণের নামে একদিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও জালিয়াতির জন্য যারা দায়ী তাদের যেমন সুরক্ষা দিয়ে খেলাপি ঋণের সংস্কৃতিকে গভীরতর করা হচ্ছে, অন্যদিকে সবল ব্যাংকগুলোর সাফল্যের পরিণামে খারাপ ব্যাংক হজম করিয়ে দেওয়ার জোর প্রচেষ্টা চলছে।’ দুর্বল ব্যাংককে বাঁচানোর এই প্রক্রিয়া হিতে বিপরীত হবে কি-না আশঙ্কা প্রকাশ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘একীভূতকরণের আলোচনায় সরকারি-সরকারি, বেসরকারি-সরকারি এবং বেসরকারি-বেসরকারি তিন ধরনের ব্যাংকই রয়েছে। এক্ষেত্রে কোন বিবেচনায় এই ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে একীভূত করার জন্য নির্বাচিত করা হয়েছে, কিংবা কোন সবল ব্যাংকের সঙ্গে কোন দুর্বল ব্যাংক একীভূত হবে, তা কীভাবে ঠিক করা হয়েছে- তাও স্পষ্ট নয়।’ টিআইবি মনে করে, ব্যাংকিং খাতের মূল সমস্যা মোকাবিলায় প্রয়োজন কার্যকর জবাবদিহি-ভিত্তিক সুশাসন। এটি নিশ্চিত করা ছাড়া, শুধু একীভূত করলেই সংকট মোকাবিলা করা যাবে বা গ্রাহক স্বার্থ রক্ষা পাবে কিংবা খেলাপি ঋণ কমে আসবে- এমন ভাবনা সত্যিই অলীক।’ একীভূতকরণ নীতিমালায় দুর্বল ব্যাংকের পরিচালকদের পাঁচ বছর পর পুনরায় একীভূত হওয়া ব্যাংকের পর্ষদে ফেরত আসার সুযোগের সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক।  তিনি বলেন, ‘এ বিধান দুর্বল ব্যাংকের সংকটের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির বদলে পুরস্কৃত করা এবং এক ধরনের দায়মুক্তি দেবার বিধান। পাশাপাশি, দুর্বল ব্যাংকের নিরীক্ষাকালে নতুন কোনো অনিয়ম বা দুর্নীতির চিত্র উঠে এলে সে বিষয় গোপন রাখার যে বিধান নীতিমালায় রাখা হয়েছে, তা শুধু আর্থিক অনিয়মের চিত্রকেই ধামাচাপা দেবে না, একই সঙ্গে দায়ী ব্যক্তিদের জবাবদিহির মুখোমুখি করার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে। যা এক কথায় অন্যায়কে সুরক্ষা দেওয়ার শামিল।’ এভাবে একীভূতকরণের নামে যা ঘটছে, তা হতাশাজনক এবং ঋণখেলাপিদের হাতে ব্যাংকিং খাতের অব্যাহত জিম্মিদশার পরিচায়ক বলে জানিয়েছে টিআইবি।
২৩ এপ্রিল, ২০২৪
ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।  মঙ্গলবার (২৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।   রয়টার্স জানায়, সোমবার (২২ এপ্রিল) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩৩ শতাংশ বা ২৯ সেন্ট কমেছে। এদিন প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৮৭ ডলারে।  অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমেছে। বাজারে এই তেল প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৮২ ডলার ৮৫ সেন্টে।  বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইজি মার্কেটের বিশ্লেষক ইয়েপ জুন বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বর্তমানে বিক্রির ওপর চাপ বাড়িয়েছে বলেও জানান তিনি।  বিশ্লেষক টিনা টেং বলেন, অর্থনৈতিক উদ্বেগগুলো পুনরায় অপরিশোধিত বাজারের জন্য নেতিবাচক ফ্যাক্টর হয়ে উঠেছে। দামের পাশাপাশি মার্কিন মজুদের কারণেও বাজারটি চাপের মধ্যে পড়তে যাচ্ছে। এ ছাড়া ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় অন্য মুদ্রা ব্যবহারকারীদের জন্যও অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের খরচ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস ইউক্রেন ও ইসরায়েলের জন্য বড় অংকের সহায়তা প্যাকেজ পাস করেছে। ফলে ইরানের জ্বালানি তেল উৎপাদনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরও প্রসারিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের জ্বালানি তেল উত্তোলন বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।  এমন পরিস্থিতিতে এএনজেডের বিশ্লেষকরা এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা অপরিশোধিত জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করবে।   
২৩ এপ্রিল, ২০২৪
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ফেসবুকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা, বোমা বিস্ফোরণ
ফেসবুকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা, বোমা বিস্ফোরণ
 তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং থাকবে না : বিদ্যুৎ সচিব
 তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং থাকবে না : বিদ্যুৎ সচিব
রাঙ্গুনিয়ায় বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
রাঙ্গুনিয়ায় বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
পাহাড় কেটে চলছে বসতঘর নির্মাণ 
পাহাড় কেটে চলছে বসতঘর নির্মাণ 
ফেনীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
ফেনীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
বগুড়ায় বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা
বগুড়ায় বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান

কমলা রঙের মেঘে ঢেকে গেছে গ্রিসের আকাশ

কমলা রঙের মেঘে ঢেকে গেছে গ্রিসের আকাশ। দেখা মিলছে না সূর্য্যের। চারপাশ যেন রঙিন কুয়াশায় ঢাকা। সবকিছু যেন কমলা রং ধারণ করেছে। হঠাৎ মনে হবে, এ যেন কম্পিউটার স্ক্রিনের আলোর রং পরিবর্তনের মতো অবস্থা। দেশটির রাজধানী এথেন্স ও অন্যান্য শহরে অবস্থা এমন। বুধবার (২৪ এপ্রিল) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ পরিস্থিতি প্রকৃত মেঘের কারণে হয়নি। আকাশ ঢেকে রেখেছে সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধূলিকণা। মানে ধূলিকণার মেঘে বিপর্যস্ত গ্রিস। এতে কমে গেছে মানুষের দৃষ্টিসীমা। ভয়াবহ বায়ুদূষণে শ্বাসনালীর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। ২০১৮ সালের পর ফের এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে গ্রিস। এর আগে এথেন্সে গত কয়েক দিন ধরে প্রবল বাতাস বইছিল। পরে মঙ্গলবার থেকে আকাশে ধূলিকণার মেঘ ওড়ে আসে। দেশটির আবহাওয়াবিষয়ক সংস্থা এথেন্স অবজারভেটরির গবেষণা পরিচালক কোস্টাস লাগোয়ার্দোস বলেন, কমলা রঙের এই ধূলিকণার আস্তরণ বিশেষ করে ক্রিট দ্বীপে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। এর আগে চলতি বছর আরও দু’বার ধূলিকণার মুখোমুখি হয়েছে গ্রিস। উত্তর আফ্রিকা থেকে আসা এই ধূলিকণা ছড়িয়ে পড়েছে সুইজারল্যান্ড ও ফ্রান্সের দক্ষিণের কিছু অঞ্চলেও। গ্রিসের আবহাওয়া সেবা সংস্থা জানায়, বুধবার থেকে দেশের আকাশ পরিষ্কার শুরু হতে পারে। লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হলে মাস্ক পরতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার গ্রিসের কয়েকটি অঞ্চলে দাবানলের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫টি দাবানলের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস।  সাহারা মরুভূমি থেকে ধূলিকণার মেঘ ভেসে আসার ঘটনা নতুন নয়। বালুঝড়ে ধুলোবালি ওড়ে আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। অপেক্ষাকৃত ছোট ও হালকা ধুলো বায়ুমণ্ডলে জমে ‘ধুলো মেঘের’ সৃষ্টি করে। প্রবল বাতাসে এর বেশিরভাগ ইউরোপের দেশে ভেসে আসে।
বক্তৃতার মঞ্চেই জ্ঞান হারালেন মন্ত্রী
বক্তৃতার মঞ্চেই জ্ঞান হারালেন মন্ত্রী
স্কুলে বন্দুক নিয়ে যেতে পারবেন শিক্ষক, যুক্তরাষ্ট্রে বিল পাস
স্কুলে বন্দুক নিয়ে যেতে পারবেন শিক্ষক, যুক্তরাষ্ট্রে বিল পাস
হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ
হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ
টয়লেটে মূত্রত্যাগ করলেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পরীক্ষা
টয়লেটে মূত্রত্যাগ করলেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পরীক্ষা
রুয়ান্ডায় পাঠানো হবে : আতঙ্কে যুক্তরাজ্যের অভিবাসনপ্রত্যাশীরা
রুয়ান্ডায় পাঠানো হবে : আতঙ্কে যুক্তরাজ্যের অভিবাসনপ্রত্যাশীরা
এবার চীনের কাছে হাত পাতল সৌদি আরব
এবার চীনের কাছে হাত পাতল সৌদি আরব
এফডিসিতে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন 
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
চলচ্চিত্রে আগ্রহী মডেল আইরিন
চলচ্চিত্রে আগ্রহী মডেল আইরিন
আগেও বিয়ে করেছিলেন বুবলী, আছে সন্তান
আগেও বিয়ে করেছিলেন বুবলী, আছে সন্তান
এফডিসিতে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় বাচসাস’র নিন্দা
এফডিসিতে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় বাচসাস’র নিন্দা
হঠাৎ কেন সাংবাদিকদের ওপর ঝাপিয়ে পড়ল শিল্পীরা (ভিডিও)
হঠাৎ কেন সাংবাদিকদের ওপর ঝাপিয়ে পড়ল শিল্পীরা (ভিডিও)
আবারও ডন হয়ে আসছেন শাহরুখ
ভক্তদের জন্য সুখবর / আবারও ডন হয়ে আসছেন শাহরুখ
শাকিবের ‘তুফান’-এ  চঞ্চল চৌধুরী
শাকিবের ‘তুফান’-এ  চঞ্চল চৌধুরী
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক আর্জেন্টাইন তারকা
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক আর্জেন্টাইন তারকা
পরবর্তী কোচ হিসেবে স্লটকে পছন্দ লিভারপুলের
পরবর্তী কোচ হিসেবে স্লটকে পছন্দ লিভারপুলের
লিভারপুলের সমর্থকদের হতবাক করে এই মৌসুমের মাঝামাঝি হঠাৎ করে অলরেডদের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন দলটির বিখ্যাত ম্যানেজার ইয়র্গেন ক্লপ। তার দায়িত্ব ছাড়ার ঘোষণার পরই নতুন কোচের সন্ধানে মাঠে নামে অল রেডরা। একসময় একেকে নাম শোনার পর অবশেষে দলটি ডাচ লিগের দল ফেইনুর্ডের কোচ আর্নে স্লটকেই সালাহ-ট্রেন্টদের কোচ হিসেবে পছন্দ করেছে বলে খবর ব্রিটিশ গণমাধ্যমের। অবশ্য এর আগে শোনা যাচ্ছিল লিভারপুল পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমকে ক্লপের উত্তরসূরী বানাতে যাচ্ছে। তবে হঠাৎ করে তার প্রতি আগ্রহ হারায় তারা। বিশ্বখ্যাত ক্রীড়া সংবাদমাধ্যম তাদের সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে যে এবার ফেইনুর্ড কোচ আর্নে স্লটকেই তাদের পছন্দ। এরর্ আগে সদ্য বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হওয়া বায়ার লেভারকুসেনের সাথে থাকার অঙ্গীকার দিয়ে লিভারপুলকে সবচেয়ে বড় ধাক্কা দেন তাদেরই সাবেক খেলোয়াড় জাভি আলোনসো। এরপর একে একে আমোরিম এবং ব্রাইটনের রবার্তো ডি জারবিকে পছন্দ তালিকা থেকে বাদ দিয়ে এখন সব নজর স্লটের দিকে দিয়েছে অলরেডরা। তবে ইএসপিএনের মতে সল্টকে নিজেদের ডাগআউটে নেওয়ার জন্য লিভারপুলকে বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাথে লড়াইয় করতে হবে। তাই অন্যান্য প্রার্থীদের মূল্যায়নও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ২০১৫ সালে অ্যানফিল্ডে ব্রেন্ডন রজার্সের পরিবর্তে লিভারপুলের দায়িত্ব নিয়ে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ জিতিয়ে চলতি বছরের জানুয়ারিতে ঘোষণা দেন যে তিনি এই মৌসুমের শেষে তার অবস্থান থেকে সরে যাবেন। ক্লপের বিস্ময়কর এই ঘোষণার পর থেকে লিভারপুলের মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপকে (এফএসজি) পরবর্তী ম্যাপনেজার খোঁজার জন্য উঠে পড়ে লাগে। এদিকে অলরেডদের সাবেক ক্রীড়া পরিচালক মাইকেল এডওয়ার্ডস গত মাসে ক্লপের উত্তরসূরিকে শনাক্ত ও নিয়োগের দায়িত্ব নিয়ে ফুটবল অপারেশনের প্রধান হিসাবে অ্যানফিল্ডে ফিরে আসেন এবং ইএসপিএনের দাবি স্লট, যিনি ফেইনুর্ডকে গত মৌসুমে ডাচ শিরোপা এনে দিয়েছিলেন তিনি লিভারপুলের মালিকদেরে প্রধান পছন্দ। ৪৫ বছর বয়সী এই ডাচ কোচ ফেইনুর্ডে থাকার জন্য গত মৌসুমে চেলসি এবং টটেনহ্যাম উভয়কে দলের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। রটেরডাম ভিত্তিক দলটির সাথে গতবছরই0 নতুন তিন বছরের চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে তার ২০২৬ সাল পর্যন্ত ক্লাবে থাকার কথা। লিভারপুলের ফুটবল পরিচালক এডওয়ার্ডস এবং সিইও হোগানের বিশ্বাস করে যে স্লট খেলার শৈলী, ব্যক্তিত্ব এবং ক্লাবের কাঠামোর মধ্যে কাজ করার ক্ষমতার ক্ষেত্রে অন্য সব প্রার্থীর চেয়ে এগিয়ে।
টাইগারদের সঙ্গে সিরিজের জন্য জিম্বাবুয়ে দল ঘোষণা
টাইগারদের সঙ্গে সিরিজের জন্য জিম্বাবুয়ে দল ঘোষণা
হারে মোস্তাফিজের দায় দেখছেন না চেন্নাই অধিনায়ক
হারে মোস্তাফিজের দায় দেখছেন না চেন্নাই অধিনায়ক
ইভেন্ট
লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন
*/ ?>
X