নিজস্ব প্রতিবেদক : পিলখানা হত্যাকা- মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর যাবজ্জীবন কারাদ-াদেশের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে তার পাঁচ লাখ টাকার জরিমানা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আপিল গ্রহণ করেন।
পিন্টুর পক্ষে আপিল করেন তার আইনজীবী অ্যাডভোকেট সগির হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বাশার ভান্ডারী।
গত বছরের ৫ নভেম্বর পিলখানা হত্যাকা- মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া হয়। ঐ রায়ের বিরুদ্ধে গত জানুয়ারিতে আপিল করেন তিনি।