রাত পোহালেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ

রাত পোহালেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ

দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে। ১৩৯টি
পিএসজিকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ড
রেলসেতুতে নাটবল্টুর পরিবর্তে ব্যবহার হচ্ছে গাছের ডাল
রেলসেতুতে নাটবল্টুর পরিবর্তে ব্যবহার হচ্ছে গাছের ডাল
২০২৬ সালে অর্থনৈতিক সংকট প্রকট হতে পারে : দেবপ্রিয় ভট্টাচার্য
২০২৬ সালে অর্থনৈতিক সংকট প্রকট হতে পারে : দেবপ্রিয় ভট্টাচার্য
বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
টিজারেই নকলের আভাস দিল শাকিবের তুফান
টিজারেই নকলের আভাস দিল শাকিবের তুফান
রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
  • মাহমুদ রেজা চৌধুরী
    মাহমুদ রেজা চৌধুরীসমাজ ও রাষ্ট্রনীতি বিশ্লেষক

    যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি পূর্বাভাস

    শুরুতেই একটা কথা বলা দরকার। ইদানীং আমরা অনেক ব্যাপারেই অনেক “পূর্বাভাস” বা “পরিসংখ্যান”কে গুরুত্ব দিয়ে কথা বলি। অনেকে বলেন, মিথ্যা তিন প্রকার। মিথ্যা, ডাহা মিথ্যা ও পরিসংখ্যান। তার মানে পরিসংখ্যানও মিথ্যা। সবকিছু তো আর অঙ্ক কষে প্রমাণ করাও যায় না। তাই ইদানীং অনেক গুণী ব্যক্তি পরিসংখ্যানকেও এক ধরনের মিথ্যাই বলেন। এই কথাটা মাথায় রেখেই লিখছি। এই লেখাতেও কিছু পরিসংখ্যান আসবে, সেইগুলো কতটা সত্যি, জানি না। তবে এখনো পরিসংখ্যানের একটা ভূমিকা আছে তা কম/বেশি যাই হোক। তা না হলে এটা থাকতই না।  আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে নানারকম পরিসংখ্যান, আশঙ্কা, উৎসাহ, ভাবনা এবং আলোচনা সবকিছুই চলছে এখন। সম্প্রতি একটা জাতীয় পরিসংখ্যানে দেখা গেছে,

    ভোটার উপস্থিতি বাড়ানোই প্রধান চ্যালেঞ্জ ইসির

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। আগামীকাল বুধবার ১৪১টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়ম ঠেকাতে ভোরেই কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার। এদিকে ভোটের সব আয়োজন সম্পন্ন হলেও কেন্দ্রে ভোটার আনাকেই এ নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে। সেজন্য ভোটের হার সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে যাতে কোনোভাবেই কম না হয়, সে ব্যাপারে বেশ তৎপর রয়েছে কমিশন। সেই লক্ষ্যে এরই মধ্যে নানা কার্যক্রম শেষ করা হয়েছে। ইসি সূত্র জানায়, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ। উপজেলা পরিষদ
    আর কে চৌধুরী
    আর কে চৌধুরীরাজউকের সাবেক চেয়ারম্যান ও সেক্টর কমান্ডার্স ফোরামের উপদেষ্টা

    বন্ধ হোক প্রশ্নপত্র ফাঁস

    কয়েক বছর ধরেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আলোচিত হচ্ছে। পাবলিক পরীক্ষার পাশাপাশি বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের খবর আসছে সংবাদমাধ্যমে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি দুরারোগ্য ব্যাধির মতো জেঁকে বসেছে। কোনোভাবেই এর হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সরকারি প্রেসের কর্মী থেকে শুরু করে ছাত্র-শিক্ষক, ব্যাংক কর্মকর্তা—অনেকেই এ চক্রের সঙ্গে জড়িত বলে এর আগে প্রকাশিত খবরে জানা গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ পরীক্ষায় আবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। পরীক্ষায় তিন ধাপে প্রায় সাড়ে ১১ লাখ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। প্রথম ধাপে জালিয়াতির অভিযোগে ৭৪ এবং তৃতীয় ধাপে একই অভিযোগে ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে
  • এস এম রাকিব সিরাজী
    এস এম রাকিব সিরাজীকারিগরি শিক্ষাবিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ

    জোড়াতালির কারিগরি শিক্ষা ও স্বপ্নের চতুর্থ শিল্পবিপ্লব

    অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গবেষণা সংস্থা ‘সেন্টার ফর এডুকেশনাল রিসার্চ’ কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কারিগরি শিক্ষার হার যথাক্রমে জার্মানিতে ৭৩, জাপানে ৬৬, সিঙ্গাপুরে ৬৫, অস্ট্রেলিয়ায় ৬০, চীনে ৫৫ এবং কোরিয়ায় ৫০ শতাংশ। সম্প্রতি প্রকাশিত অন্যান্য জরিপে এই হার আরও বেশি। একই রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে কারিগরি শিক্ষার হার মাত্র ১৪ শতাংশ! রিপোর্টটি বেশ কিছুদিন আগের, ততদিনে অবশ্য বাংলাদেশের কারিগরি শিক্ষার হার বেড়ে ১৪ থেকে ১৭ বা ১৮ শতাংশে উন্নীত হয়েছে। রিপোর্টটি থেকে দেখা যাচ্ছে, কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রগতি সম্পন্ন দেশ জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের কারণে পৃথিবীর যে কয়েকটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, জার্মানি
    মহসীন হাবিব
    মহসীন হাবিবসাংবাদিক ও সাহিত্যিক

    ডেমু ট্রেনের ঘটনা অবশ্যই কেলেঙ্কারি!

    বাংলাদেশের মানুষের অর্থ বড়ই কষ্টার্জিত। মাথার ওপর ঋণের বোঝা, হাড়ভাঙা পরিশ্রম করা রেমিট্যান্স, পৃথিবীর সবচেয়ে কম মজুরির গার্মেন্টস রপ্তানি, মূল্যবান জীবনের আয়ু বিলিয়ে জাহাজ ভাঙা—অতঃপর সরকারের রাজস্ব আদায়। এ রাজস্ব আয়, শর্তসাপেক্ষে পাওয়া ঋণ ও অনুদান একটি সরকার বিভিন্ন খাতে ব্যবহার করে থাকে। এর মধ্যে অন্যতম হলো উন্নয়ন ও সেবা খাত। একটি সরকার যখন কোনো প্রকল্প গ্রহণ করে, তখন সেই প্রকল্পে অর্থের সর্বোচ্চ ব্যবহার করবে তেমনটাই প্রত্যাশিত। যতটা সম্ভব স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে কার্যসম্পন্ন করবে। কিন্তু বাংলাদেশে যা চলছে তা শুধু লুটপাটই নয়, দায়িত্বজ্ঞানহীনতারও চরম বহিঃপ্রকাশ। আজ শুধু একটি বিষয় বলব, তাতেই মাথা ঘুরে যাবে। আমার নিজেরই সব খুঁটে
    এ কে আজাদ চৌধুরী
    এ কে আজাদ চৌধুরীসাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান, ইউজিসি

    এখনই ‘বিশেষ আইন’ প্রয়োজন

    সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে। সে কারণে অনেক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে। কিন্তু সব বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারছে না। তবু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যায় এতটাই বেড়েছে যে, তা শিক্ষার মান নষ্ট করে দিচ্ছে। গুণগত মান রক্ষা হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নানা সমস্যায় জর্জরিত। এই মুহূর্তে স্থায়ী ক্যাম্পাস, স্থায়ী সনদের চেয়েও বেশি জরুরি গুণগত শিক্ষক ও মানসম্মত পাঠদান। এই শিক্ষক থাকতে হবে আনুপাতিক হারে। আমরা স্থায়ী ক্যাম্পাস, ট্রাস্টি বোর্ডের অনিয়মসহ অন্য সব বিষয় নিয়ে পড়ে আছি, অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক কতজন রয়েছেন, অধ্যাপক কতজন রয়েছেন, সেদিকে কারও নজর নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি নিয়োগ দেওয়া হয় যাদের
  • ০৬ মে ২০২৪, ০৬:০২ পিএম
    সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার বিষয়ে আপনার মতামত কী?

    সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার বিষয়ে আপনার মতামত কী?

    • ৩৫ করা উচিত
    • ৩৫ করা উচিত নয়
    মোট ভোটদাতাঃ ১,২৭৫ জন
    মোট ভোটারঃ ১,২৭৫
    ভোট দিন
    Link Copied
অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসজিকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ড

নিখোঁজের শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার

মাটির নিচে পাওয়া গেল মদ তৈরির উপকরণ

আত্মীয়র জানাজা শেষে ফেরার পথে ট্রাক চাপায় নিহত ৩

কুবিতে উদ্ভূত পরিস্থিতি ও দাবি-দাওয়া নিয়ে পৃথক তদন্ত কমিটি

২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ শিশুর

রেলসেতুতে নাটবল্টুর পরিবর্তে ব্যবহার হচ্ছে গাছের ডাল

খোলা আকাশের নিচে চলছে ক্লাস 

বাজার করতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার চবি শিক্ষার্থী

২৪ ঘণ্টা পেরুলেও মিরসরাইয়ের অনেক এলাকায় আসেনি বিদ্যুৎ

১০

রাত পোহালেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ

১১

বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

হেলিকপ্টারে চড়ে শশুবাড়ি এলেন সিঙ্গাপুরী নববধূ

১৩

টান দিলেই ছিঁড়ে যাচ্ছে কোটি টাকার জিও ব্যাগ

১৪

কুকুরের কামড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

১৫

শুধু সুন্দরী নারী নয়, মামুনের টার্গেট যুবকরাও

১৬

টিজারেই নকলের আভাস দিল শাকিবের তুফান

১৭

দেবরের দায়ের কোপে প্রাণ গেল ভাবির

১৮

রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক অধ্যাপক সাদিকুল

১৯

দু’দিন আগে কেনা মোটরসাইকেলে প্রাণ গেল তরুণের

২০
ছেলের ভোট না করায় ডিও লেটার বন্ধের হুমকি এমপিপত্নীর
নোয়াখালীর সুবর্ণচরে ছেলে সাবাব চৌধুরীর বিরুদ্ধে ভোট করায় ইউপি চেয়ারম্যানকে ডিও লেটার বন্ধের হুমকি দিয়েছেন কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি। তিনি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী।
হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা আজ
ভারতে চলমান অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোট গ্রহণ হবে। মোট ১ হাজার ৩৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটে। তাদের মধ্যে
আইএমএফের শর্ত / ঋণের তৃতীয় কিস্তি ছাড়ে মিলেছে সবুজ সংকেত
শর্ত পূরণের মানদণ্ডে বাংলাদেশের ওপর অখুশি নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধিদল ১৬ দিনের ঢাকা সফরে এসে ধারাবাহিক আলোচনা ও মূল্যায়নের ১৪তম দিনে দ্বিপক্ষীয় বৈঠকে এমন অবস্থানের
আইএমএফের শর্ত / বাড়তি ২৯ হাজার কোটি টাকা আদায়ের চাপে এনবিআর
সরকারের রাজস্ব আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুনির্দিষ্ট কিছু শর্ত বেঁধে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ঋণদাতা সংস্থাটির পরামর্শ অনুযায়ী আগামী (২০২৪-২৫) অর্থবছরে বিভিন্ন খাত থেকে বাড়তি ২৮ হাজার
রাত পোহালেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ
রাত পোহালেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ
দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে। ১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪১৭টি পদের বিপরীতে প্রায় ৫৭০ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১ হাজার ৬৩০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উপজেলায় ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ এ পর্বে ভোটাধিকার প্রয়োগ করবে। দেশজুড়ে ১০ হাজার ৪০০ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সমতল এলাকাগুলোর প্রতি ভোটকেন্দ্রে ১৭-১৯ সদস্যের নিরাপত্তা দল এবং পার্বত্য চট্টগ্রাম ও অতি দুর্গম এলাকার প্রতি ভোটকেন্দ্রে ১৯-২১ সদস্যের নিরাপত্তা দল ভোট চলাকালে দায়িত্ব পালন করবেন। এর আগে গত ২১ মার্চ প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে নোয়াখালীর হাতিয়া, মুন্সীগঞ্জ সদর, বাগেরহাট সদর, ফেনীর পরশুরাম ও মাদারীপুরের শিবচর এই পাঁচটি উপজেলার প্রার্থীরা এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  এ ছাড়া বিভিন্ন কারণবশত ৮টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থগিত উপজেলাগুলো হলো- নারায়ণগঞ্জ সদর, কুষ্টিয়ার কুমারখালী, বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি, টাঙ্গাইলের গোপালপুর, নওগাঁর মহাদেবপুর, কুমিল্লার নাঙ্গলকোট ও জামালপুরের সরিষাবাড়ী। নির্বাচন কমিশন এবারে চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আয়োজন করছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮০টি উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে কমিশন। ২১ মে দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায়, ২৯ মে তৃতীয় ধাপে ১১০ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫০টির বেশি উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
৪ ঘণ্টা আগে

টানা বৃষ্টি হতে পারে যেসব বিভাগে 

৮ ঘণ্টা আগে

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএম কার্যকর ভূমিকা রাখবে : পররাষ্ট্রমন্ত্রী 

৯ ঘণ্টা আগে

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক

১০ ঘণ্টা আগে

তুরস্কের যুদ্ধজাহাজ চট্টগ্রামে

১১ ঘণ্টা আগে

অর্থনৈতিক-নিরাপত্তা অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে
প্রতিশোধের রাজনীতি দেশকে বিপর্যয়ের খাদে নিপতিত করবে : ইসলামী আন্দোলন
প্রতিশোধের রাজনীতি দেশকে বিপর্যয়ের খাদে নিপতিত করবে : ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পরও নিজেদের জনপ্রিয়তার প্রতি ন্যূনতম আস্থা নেই। ফলে ডামি নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হয়। ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে হয়। এটা সরকারের জন্য লজ্জার।  তিনি বলেন, দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন সরকারকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া দরকার। অন্যথায় সরকারের প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি দেশকে অনিবার্য বিপর্যয়ের খাদে নিপতিত করবে। মঙ্গলবার (৭ মে) বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদীস মকবুল হোসাইন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জিএম রুহুল আমিন, অধ্যাপক নাসির উদ্দিন খান, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, আব্দুল আউয়াল মজুমদার। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে জনগণকে এগিয়ে আসতে হবে। কর্তৃত্ববাদী দুঃশাসন রাজনৈতিক দল ও জনগণকে এক কাতারে নিয়ে এসেছে।  তিনি সম্প্রতি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, আওয়ামী লীগের পরিবর্তে কারা দেশ চালাবে তা দেশের জনগণই নির্ধারণ করবে।  তিনি বলেন, আমরা দেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। এই সম্পর্ক নষ্ট করতে একটি পক্ষ সবসময় সচেষ্ট থেকেছে।  
৭ ঘণ্টা আগে
ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ
ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র : সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র : সাইফুল হক
বিতর্কিত কর্মকাণ্ডে ময়মনসিংহ যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
বিতর্কিত কর্মকাণ্ডে ময়মনসিংহ যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
‘উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন’
‘উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন’
বুধবার দুপুরে দেশে ফিরছেন মির্জা ফখরুল 
বুধবার দুপুরে দেশে ফিরছেন মির্জা ফখরুল 
নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানীতে রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ
নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানীতে রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে চায় আমিরাত

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমিরাত সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  মঙ্গলবার (৭ মে) আবুধাবিতে অনুষ্ঠিত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ড. থানি বিন আহমেদ আল জাইউদির মধ্যে বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকে পারস্পরিক সমৃদ্ধির জন্য বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা জোরদারে উভয় দেশের অভিন্ন প্রত্যাশার ওপর জোর দেওয়া হয়েছে। তারা নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্রবন্দর ব্যবস্থাপনা, বিমান চলাচল, অবকাঠামো নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য নতুন প্রযুক্তির ওপর বিশেষ মনোযোগ দিয়ে জ্বালানি সুরক্ষাসহ সহযোগিতার নতুন এবং উদীয়মান ক্ষেত্রগুলো অন্বেষণের ওপর জোর দেন। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে দুই মন্ত্রী যৌথ ব্যবসায়িক কাউন্সিল সক্রিয় করার এবং নিকট ভবিষ্যতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) সমাপ্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করতে এবং পারস্পরিক সুবিধার জন্য নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশ সফর করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ এডিএফডি (আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট) এবং সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন বৃদ্ধির জন্যও অনুরোধ করা হয়েছে। দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও, মন্ত্রীরা আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন, অভিন্ন সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়ন প্রচারের জন্য বহুপক্ষীয় সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং ইআরডির অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন বৈঠকে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীকে তার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহায়তা করেন। অর্থমন্ত্রী আবুধাবিতে ১৩তম এআইএম (বার্ষিক বিনিয়োগ সভা) কংগ্রেস-২০২৪ এ যোগ দিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে রয়েছেন। এবারের প্রতিপাদ্য ‘অ্যাডাপ্ট টু এ শিফটিং ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ : হার্নেসিং নিউ পটেনশিয়াল ফর গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্ট’। অর্থমন্ত্রী আজ সকালে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এবং অন্যান্য কয়েকটি অধিবেশনে যোগ দিয়েছেন। এআইএম কংগ্রেস হলো- এআইএম গ্লোবাল ফাউন্ডেশনের একটি উদ্যোগ, একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা, যা কার্যকর প্রচার কৌশলগুলো বৃদ্ধি করে এবং অর্থনৈতিক উৎপাদনশীলতা ও সম্প্রসারণের সুযোগগুলোকে সহজতর করে বিশ্বের অর্থনীতিকে শক্তিশালী করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৬ সালে অর্থনৈতিক সংকট প্রকট হতে পারে : দেবপ্রিয় ভট্টাচার্য

২০২৬ সালে অর্থনীতির সংকট আরও প্রকট হতে পারে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এর কারণ সরকারকে বৈদেশিক ঋণ ও স্থানীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হবে। মঙ্গলবার (৭ মে) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য পরিশোধ, বিদেশি বিনিয়োগকারীর মুনাফা ও বিদেশি এয়ারলাইন্সের পাওনা দিতে পারছে না। একের পর এক সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তায় পুরো ব্যাংক খাত ভুগছে। সিপিডির এই ফেলো বলেন, তথ্য-উপাত্ত প্রকাশে সরকার অনেক বেশি সংবেদনশীল। এটা সরকারের জন্য ভালো নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক তথ্য-উপাত্ত প্রকাশে বাধ্য। কিন্তু সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তথ্যে প্রবেশাধিকার কমে যাওয়ায় নৈরাজ্য তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ব্যবসায়ীদের তথ্য দেওয়া হলে বাজারে প্রভাব পড়ে, জিনিসপত্রের দাম বেড়ে যায়। আগে দেশে তথ্য-উপাত্তের নৈরাজ্য ছিল, এরপর শুরু হয় অন্ধত্ব। এখন দেখা যাচ্ছে, তথ্য-উপাত্তের অপঘাত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে সম্প্রতি যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা তারই প্রমাণ।  তিনি বলেন, সুবিধাভোগীদের রাজনৈতিক ও সামাজিক শক্তি অনেক বেশি। তাই তাদের মোকাবিলা করা যাচ্ছে না। একদিকে তথ্য লুকিয়ে রাখা হবে, আরেক দিকে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার চিন্তা করা হবে, এ দুটি সাংঘর্ষিক।  তিনি আরও বলেন, অর্থনীতির আয়তনের তুলনায় বাজেটে বরাদ্দ বাড়েনি। মুদ্রানীতি এবং আর্থিক নীতির মধ্যে কোনো সমন্বয় নেই। সমন্বয় পদ্ধতি অনেকটা বিকল হয়ে গেছে। বিদেশি ঋণ পরিশোধে দেশের গর্বের জায়গায় ফাটল ধরিয়েছে সরকার। গত কয়েক মাসে ৫ বিলিয়ন টাকা পরিশোধ করতে পারছে না।  তথ্যের অপঘাতে বাংলাদেশ ব্যাংকের সুনামের হানি হচ্ছে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, তথ্য-উপাত্তের বড় উৎস বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের আগে রপ্তানি-আমদানিসহ আর্থিক সূচকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের ওপর নির্ভরশীল ছিলাম আমরা। কিন্তু এখন দেখা যাচ্ছে, ব্যবসায়ীরা তথ্য পাচ্ছে অথচ সাংবাদিকরা পাচ্ছে না। এ সময় তিনি বলেন, এখন শোনা যাচ্ছে রেমিট্যান্সের টাকা দিয়ে স্থানীয় শিল্প মালিকরা বিদেশে শিল্পের কাঁচামাল কিনছেন। এভাবে ২ বা ৩ শতাংশ প্রণোদনা দিয়ে রেমিট্যান্স বাড়ানো যাবে না। এ ক্ষেত্রে আরও নমনীয় হতে হবে। সুদহারেও নমনীয়তা আনতে হবে। মুদ্রানীতি ও রাজস্ব নীতি সমন্বয় করার ক্ষেত্রে ব্যবস্থাপনাগত দুর্বলতা রয়েছে, সেটা দূর করতে হবে অর্থনীতির স্বার্থে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা। সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। 

পলিসি এক্সচেঞ্জের বাজেট আলোচনা / টেকসই রাজস্ব নিশ্চিত করতে প্রয়োজন নীতিগত ধারাবাহিকতা 

সরকারের রাজস্ব আয়ের বৃদ্ধিকে টেকসই করতে গুরুত্বপূর্ণ খাতে নীতিগত ধারাবাহিকতা প্রয়োজন বলে মত দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।  সোমবার (৬ মে) রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৪-২৫: উচ্চ-সম্ভাবনাময় খাতের জন্য অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ অভিমত জানান।  অনুষ্ঠানে বক্তারা সামষ্টিক অর্থনীতির চলমান সমস্যার প্রেক্ষিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য আগামী বাজেটে করণীয় সম্পর্কে আলোচনা করেন। গোলটেবিল বৈঠকে সূচনা বক্তব্য উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ। তিনি বর্তমান সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে কৃষি, তামাক, তৈরি পোশাক, নিত্যপণ্যের বাজার ও ডিজিটাল অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য বাস্তবসম্মত নীতি নিশ্চিত করার ওপর জোর দেন।  অর্থনীতিবিদ ড. এম মাসরুর রিয়াজ বলেন, ‘আর্থিক নীতিনির্ধারণের ক্ষেত্রে উচ্চ সম্ভাবনাময় খাতগুলোকে সমৃদ্ধ করার জন্য জনকল্যাণের পাশাপাশি রাজস্ব বৃদ্ধির গুরুত্বপূর্ণ উৎসগুলোকে সুনির্দিষ্টভাবে ব্যবহার করা প্রয়োজন। যেমন, মোট অভ্যন্তরীণ রাজস্বের প্রায় ১২-১৩ শতাংশ যোগান দেয় তামাক খাত। এটি বিশ্বে সর্বোচ্চ কর প্রদানের অন্যতম রেকর্ড। দেশে তামাকের কর হার ডব্লিউএইচও’র প্রস্তাবিত স্তরের উপরে। কিন্তু স্থানীয়ভাবে তৈরি সিগারেটের দাম বেশিরভাগ দেশের তুলনায় কম। জনগণকে ধূমপান থেকে বিরত রাখতে এবং টেকসই রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে সকল স্তরের সিগারেটের দাম বাড়াতে হবে।’ অনুষ্ঠানে সাবেক বাণিজ্য সচিব শুভাশিষ বসু বলেন, ‘পরোক্ষ করের ওপর যত নির্ভরতা কমানো যায় তত ভালো। কর ব্যবস্থায় ডিজিটাইলাজাইশন করতে হবে। এসব বিষয়ে সমন্বিত পরিকল্পনা কো হলে সবাই কর দিতে আগ্রহী হবে।’  কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য লুৎফুল হাসান বলেন, ‘কৃষিতে আমাদের উদ্দেশ্য হবে রপ্তানি বাড়ানো, আমদানি কমানো। সেজন্য এ খাতে যতটা সম্ভব ভর্তুকি দিতে হবে। বাংলাদেশ থেকে তামাক রপ্তানি বাড়ানোর সম্ভাবনা আছে।’   এসিআই এগ্রিবিজনেস ও মেশিনারিজ বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী বলেন, কৃষিখাতে বর্তমানে তিনটি বিষয়ের ওপর সরকারকে নজর দিতে হবে। পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন, ফুড ভ্যালু চেইন ও আধুনিক প্রযুক্তি নিয়ে ভাবতে হবে। এসব বিষয়ে সরকারি ও বেসরকারি খাতে সমন্বয় থাকা উচিত।  এনবিআরের সাবেক সদস্য আবদুল মান্নান পাটোয়ারী বলেন, ভ্যাট আইনে অসংগতি দূর করতে হবে। যে উদ্দেশে আইন হয়েছে তা কাজে না এলে লাভ নেই। সাধারণ করদাতার কাছে তা জটিল হয়ে গেছে। অসংগতি দূর করলে রাজস্ব সংগ্রহ বেড়ে যাবে। তিনি আরও বলেন, রপ্তানি পণ্য হিসেবে তামাককে বিবেচনা করা যেতে পারে। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার যেন ধান উৎপাদনে ঝুঁকি না আসে। ডিজিকন টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান শরিফ বলেন, ডিজিটাল খাতে কর আরোপ করা হলে বাজার মন্থর হবে। এছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ডিজিটাল খাত পিছিয়ে পড়বে। স্থানীয় প্রতিষ্ঠানকে সুবিধা দেয়া না হলে বিদেশি প্রতিষ্ঠান এর সুযোগ নেবে। এতে করে স্থানীয় দক্ষতা বৃদ্ধি ব্যাহত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সাবেক সদস্য অপূর্ব কান্তি দাস, বিজিএমইএর পরিচালক শামস মাহমুদ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, নেসলে বাংলাদেশের ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরী, স্নেহাশীষ-মাহমুদ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, পিকার্ডের ডিএমডি অমৃতা ইসলাম, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াকার চৌধুরী, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
১১ ঘণ্টা আগে
টেকসই রাজস্ব নিশ্চিত করতে প্রয়োজন নীতিগত ধারাবাহিকতা 

কত টাকা দরে ধান-চাল কেনা হবে, জানালেন খাদ্যমন্ত্রী

চলতি মৌসুমে দেশব্যাপী বোরো ধান ও চাল সংগ্রহ শুরু করেছে সরকার। মঙ্গলবার (৭ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত হয়ে ধান-চাল ও গম কেনা কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী বলেন, এই মৌসুমে ৭ হাজার কোটি টাকা খরচ করে ধান, চাল ও গম কেনা হচ্ছে। এবার ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল এক লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। এ ছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা ও গম ৩৪ টাকায় সংগ্রহ করবে সরকার। তিনি বলেন, এ পর্যন্ত হাওরে ৯৮ ভাগ ধান কাটা হয়ে গেছে। রংপুর, দিনাজপুর অঞ্চল ১০ ভাগ এবং সব মিলিয়ে ৬৬ ভাগ ধান কাটা হয়ে গেছে।  মন্ত্রী বলেন, চালের বস্তার গায়ে জাতের নাম লেখা শুরু হয়েছে। মিলার ও চাল ব্যবসায়ীরা যত দ্রুত জাতের নাম লিখবে তত ভালো। নিয়ম লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  তিনি বলেন, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এ জন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করতে হবে। ধান ও চালের গুনগত মান যেন ভালো হয় সেদিকে খাদ্য কর্মকর্তাদের নজর রাখতে হবে। এ সময় মন্ত্রী বলেন, গোডাউনে ধান দিতে গিয়ে কোনো কৃষকদের যেন হয়রানি না হতে হয়, সেজন্য ডিসি ও আমাদের কর্মকর্তাদের নজর রাখতে বলেছি। কোনো কৃষক যেন কোনোভাবে অপমানিত ও হয়রানি না হয়, সেই বিষয়ে আমরা সদা সচেষ্ট থাকব। যদি সেটা (কৃষককে হয়রানি) করে তবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। প্রসঙ্গত, আগের বছর ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও গম ৩৫ টাকা।
১২ ঘণ্টা আগে
কত টাকা দরে ধান-চাল কেনা হবে, জানালেন খাদ্যমন্ত্রী

চলতি মাসেই উদ্বোধন হবে টিসিবির পণ্য বিক্রি

চলতি মাসেই এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হবে।  মঙ্গলবার (৭ মে) রাজধানীর বারিধারা পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কথা বলেন। সারা দেশে মে মাসের জন্য টিসিবির এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, প্রত্যেক কার্ডধারী ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন বা রাইসব্র্যান তেল কিনতে পারছেন। টিসিবির কার্ডধারীদের পণ্য কেনার তালিকায় চিনি ও পেঁয়াজের মতো পণ্যও থাকলেও এ দফায় এসব পণ্য বিক্রি করছে না টিসিবি। এদিকে টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।   অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার আরিফুল হাসান, স্থানীয় সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন।
১৪ ঘণ্টা আগে
চলতি মাসেই উদ্বোধন হবে টিসিবির পণ্য বিক্রি
নিখোঁজের শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার
নিখোঁজের শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার
মাটির নিচে পাওয়া গেল মদ তৈরির উপকরণ
মাটির নিচে পাওয়া গেল মদ তৈরির উপকরণ
আত্মীয়র জানাজা শেষে ফেরার পথে ট্রাক চাপায় নিহত ৩
আত্মীয়র জানাজা শেষে ফেরার পথে ট্রাক চাপায় নিহত ৩
২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ শিশুর
২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ শিশুর
রেলসেতুতে নাটবল্টুর পরিবর্তে ব্যবহার হচ্ছে গাছের ডাল
রেলসেতুতে নাটবল্টুর পরিবর্তে ব্যবহার হচ্ছে গাছের ডাল
খোলা আকাশের নিচে চলছে ক্লাস 
খোলা আকাশের নিচে চলছে ক্লাস 
২৪ ঘণ্টা পেরুলেও মিরসরাইয়ের অনেক এলাকায় আসেনি বিদ্যুৎ
২৪ ঘণ্টা পেরুলেও মিরসরাইয়ের অনেক এলাকায় আসেনি বিদ্যুৎ
হেলিকপ্টারে চড়ে শশুবাড়ি এলেন সিঙ্গাপুরী নববধূ
হেলিকপ্টারে চড়ে শশুবাড়ি এলেন সিঙ্গাপুরী নববধূ
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান

রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

অবরুদ্ধ গাজার রাফায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রাফা শহরের কেন্দ্রে অবস্থিত ওই মসজিদে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মঙ্গলবার (৭ মে) মসজিদটিতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, মসজিদটি একটি বাজারের পাশে অবস্থিত। ইসরায়েলের সম্ভাব্য হামলার ভয়ে স্থানীয়রা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সেখানে ছিলেন। ফলে সে সময় বাজারটিতে অনেক মানুষের ভিড় ছিল।  তবে মসজিদে চালানো হামলাটি ‘সতর্কতামূলক হামলা’ ছিল বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা। মূলত বড় ধরনের হামলার পূর্ব-সতর্কতা হিসেবে এ ধরনের হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এ হামলার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  এর আগে, মঙ্গলবার (৭ মে) সকালে রাফার মিশর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা। সেখানে তারা ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে। এদিকে, রাফাহ ক্রসিংয়ে এক রাতেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ২০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার (৬ মে) রাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) পূর্ব রাফায় হামলা চালায়। তাদের দাবি, রাফায় হামাসের ঘাঁটি আছে বলে গোয়েন্দা বার্তা পাওয়ার পরই সেখানে অভিযান চালায় আইডিএফ।  
মাঝ আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, বিমানের জরুরি অবতরণ
মাঝ আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, বিমানের জরুরি অবতরণ
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র বানচাল : গ্রেপ্তার দুই কর্নেল
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র বানচাল : গ্রেপ্তার দুই কর্নেল
মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা
মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা
যে কারণে পুলিৎজার জিতল রয়টার্স
যে কারণে পুলিৎজার জিতল রয়টার্স
আর কতদিন রাশিয়ার ক্ষমতায় থাকবেন পুতিন!
আর কতদিন রাশিয়ার ক্ষমতায় থাকবেন পুতিন!
বারগুতিকে মুক্তি না দিতে ইসরায়েলকে মাহমুদ আব্বাসের অনুরোধ
বারগুতিকে মুক্তি না দিতে ইসরায়েলকে মাহমুদ আব্বাসের অনুরোধ
টিজারেই নকলের আভাস দিল শাকিবের তুফান
টিজারেই নকলের আভাস দিল শাকিবের তুফান
নজর কাড়লেন আলিয়া
নজর কাড়লেন আলিয়া
গরু বিতর্কের জবাব দিলেন ভাবনা
গরু বিতর্কের জবাব দিলেন ভাবনা
চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাচসাস’র ভূমিকা প্রশংসনীয়: তথ্যপ্রতিমন্ত্রী
চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাচসাস’র ভূমিকা প্রশংসনীয়: তথ্যপ্রতিমন্ত্রী
স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নির্বাচনের প্রচারণায় গিয়ে প্রাণে বাঁচলেন সায়নী
নির্বাচনের প্রচারণায় গিয়ে প্রাণে বাঁচলেন সায়নী
স্মরণে সুবীর নন্দী
স্মরণে সুবীর নন্দী
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
দাবায় ব্যতিক্রমী আয়োজন
দাবায় ব্যতিক্রমী আয়োজন
ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি পিএসজি-ডর্টমুন্ড
ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি পিএসজি-ডর্টমুন্ড
পিএসজিকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ড
কাতারের মালিকানায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই যাওয়ার পর থেকেই ক্লাবটির বলতে গেলে একটাই লক্ষ্য- ইউরোপে ফুটবল সেরার মুকুট পরা অর্থাৎ চ্যাম্পিয়ন লিগ জয় করা। ইউরোপ সেরার মুকুট পরার স্বপ্ন পূরণে পিএসজি দলে ভিড়িয়েছিল মেসি-নেইমারের মতো তারকাদের।  সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে তারা দল ছেড়েছেন। এই মৌসুমে মেসি-নেইমার না থাকলেও ছিলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপজয়ী এই ফরাসির ওপর ভরসা রেখে পিএসজি এবার পৌঁছে গিয়েছিল আসরের সেমিফাইনাল পর্যন্ত। তবে ফাইনালে আর পৌঁছানো হলো না। ঘরের মাঠে হেরে সেমিফাইনাল থেকেই অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হলো ফরাসি জায়ান্টদের। মঙ্গলবার (৭ মে) রাতে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্যু প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এর নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে ছিল বরুশিয়া। দ্বিতীয় লেগে মাটস হামেলসের গোলে দুই লেগ মিলে ২-০ ব্যবধানে জয়ে ১১ বছর পর ইউরোপ সেরার আসরের ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ড।    কামব্যাকের নেশায় ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে এমবাপ্পে-ডেম্বেলেরা। বল দখলে প্যারিসিয়ানরাই ছিল এগিয়ে। তবে বরুশিয়ার রক্ষণে সে অনুযায়ী কাপণ ধরালেও ভাঙতে পারেনি। উল্টো জার্মান ক্লাবটি রক্ষণ সামলে পিএসজির আক্রমণের জবাবও দিয়েছে। ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যেতে পারত পিএসজি। তবে ডি-বক্সের ভিতর থেকে এমবাপ্পে শট নেওয়ার আগেই পেছন থেকে দুর্দান্ত এক ট্যাকেলে দলের বিপদ মুক্ত করেন ডর্টমুন্ডের জয়ের নায়ক ম্যাট হামেলস। পরের মুহূর্তেই অবশ্য আক্রমণে কাঁপন ধরায় ডর্টমুন্ড। তবে করিম আদিয়েমির শট ঠেকিয়ে দেন পিএসজি গোলকিপার দোনারুম্মা। প্রথমার্ধে দুই দল আর কিছু করতে না পারায় গোলশূন্য শেষ হয় সেই হাফ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই পিএসজি ও তার সমর্থকদের স্তব্ধ করে দেন জার্মান ডিফেন্ডার হামেলস। ম্যাচের ৫০ মিনিটে কর্ণার থেকে দারুণ হেডে দলকে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। গোল খাওয়ার পর পিএসজি যেন গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। একাধিক পরিবর্তন এনেও তেমন কিছু করতে পারেননি পিএসজি কোচ লুইস এনরিকে। ফরাসি ক্লাবটির আক্রমণ বার বার থমকে গেছে বরুশিয়ার রক্ষণের দেয়ালে। ডিফেন্ডারদের পাশাপাশি বুরুশিয়ার সুইস গোলরক্ষক কোবেলও অসাধারণ খেলেছেন। পিএসজির সঙ্গে এই ম্যাচে অবশ্য ভাগ্য ছিল না। নাহলে পুরো ম্যাচে মোট ৪ বার বুরুশিয়ার বারপোস্টে পিএসজি ফরোয়ার্ডদের শট লাগে কীভাবে। ভাগ্য আর দুর্দান্ত ডর্টমুন্ডে তাই ফাইনাল স্বপ্ন বিসর্জন দিতে হলো লুইস এনরিকের শিষ্যদের।   দ্বিতীয়ার্ধের শেষদিকে যখন গোলের জন্য মরিয়া পিএসজি, ৮৪ মিনিটে গোলপোস্টে লাগে এমবাপ্পের শট। ৩ মিনিট পর ভিতিনহার দূরপাল্লার শটও ফেরে গোলপোস্টে লেগে। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়েছে পিএসজি। কিন্তু বারবারই ব্যর্থতা সঙ্গী হয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের।  এর আগে ২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল বরুশিয়া। কাকতালীয়ভাবে সেই ফাইনালের মঞ্চও ছিল ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম। সেই ওয়েম্বলিতে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তারা। ১১ বছর পর আগামী ১ জুন আবার ইউরোপ সেরার মঞ্চে মাঠে নামবে ডর্টমুন্ড। এবারও প্রতিপক্ষ হিসেবে পেতে পারে বায়ার্নকে। অবশ্য সে জন্য বায়ার্নকে রিয়াল বাধা টপকাতে হবে আগে।
কষ্টার্জিত জয়ে ‍সিরিজ টাইগারদের
কষ্টার্জিত জয়ে ‍সিরিজ টাইগারদের
অভিজ্ঞদের নিয়েই এবার বিশ্বকাপে আসছে স্কটিশরা
অভিজ্ঞদের নিয়েই এবার বিশ্বকাপে আসছে স্কটিশরা
ইভেন্ট
লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন
X