বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর 

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর 

কাতেরের সঙ্গে বাংলাদেশের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হ‌য়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।  এর
এবার পাকিস্তানের ওপর চটেছে যুক্তরাষ্ট্র
এবার পাকিস্তানের ওপর চটেছে যুক্তরাষ্ট্র
আমি চুপ হয়ে গেছি
আমি চুপ হয়ে গেছি
লাগামহীন স্বর্ণের দাম, নাটের গুরু কে?
লাগামহীন স্বর্ণের দাম, নাটের গুরু কে?
পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক আজ
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক আজ
তীব্র গরমে কী অবস্থা ঢাকার বাতাসে
তীব্র গরমে কী অবস্থা ঢাকার বাতাসে
  • দৃঢ় অঙ্গীকার

    প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। রোববার চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে সেনাসদস্যরা দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠা নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান। আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্যই একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। এ লড়াই ছিল

    অশান্ত পৃথিবী ও আমাদের বাস্তবতা

    জীবন এখন কোথাও নিরাপদ নয়। আমরা আমাদের দেশের কথা বলি, ভাবি। কিন্তু শুধু কি বাংলাদেশ? আজ যদি আপনি বিশ্বের দিকে চোখ রাখেন দেখবেন উন্নত নামে পরিচিত দেশগুলোর সমাজ ও সামাজিক পরিবেশ ভয়াবহ। আমেরিকা দুনিয়ার সেরা একটি দেশ বলেই আমরা জানি। কেন সেরা? সে বিচার এখন দূর অস্ত। চীন, রাশিয়া, ভারত যে যত এগোক বা পেছাতে থাক, পরিসংখ্যান মতে যুক্তরাষ্ট্রই শীর্ষে। এই শীর্ষে থাকা তার অধিকার হয়ে গেছে। নানা বিচারে এখনো তাদের সেরা জায়গাটা মানতে হবে। কিন্তু আপনি কি চীন, রাশিয়া বা ভারতের স্কুলে এমন কিলিং মিশন দেখেন? বাচ্চাদের শিশুদের এভাবে মারার রেকর্ডে আমেরিকা সবাইকে ছাড়িয়ে। কদিন পরপর একেকটা ঘটনায় বুকের

    আত্মসন্তুষ্টি নয়, কান পেতে শুনুন

    যে কোনো দেশের সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জনগণের পালস বোঝা। অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠ জনতা কী চায়, কোথায় সরকারের দুর্বলতা আছে বলে মনে করে, কোন কোন ক্ষেত্রে নাগরিকরা অসুবিধা বোধ করছে, কী কী কারণে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে—এসব কান পেতে শোনা। যদি রাষ্ট্র বা সরকারপ্রধান এ পালস বুঝতে না পারেন, তাহলে তার পরিণতি কী হতে পারে, সেটা আমরা দেখেছি বহু দেশে, বহুবার। পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও জনক মোহাম্মদ আলি জিন্নাহর পূর্ব পাকিস্তান সম্পর্কে অজ্ঞানতাও অজানা নয়। জিন্নাহর পাকিস্তান প্রতিষ্ঠায় পূর্ববঙ্গের মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছিল পাকিস্তানের অংশ হতে। কিন্তু জিন্নাহ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের পালস বুঝতে পারেননি। শুধু তাই নয়,
  • তথ্যপ্রযুক্তিকে শিল্প করে তুলতে হবে

    স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম বড় অর্জন হলো গার্মেন্টস খাতকে একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে গড়ে তোলা। রেমিট্যান্সের পর বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে এখন এ পোশাক শিল্প। ওষুধ শিল্প, কৃষি খাতসহ অনেকেই অর্থনীতিতে ছোট-বড় অবদান রাখছে। কিন্তু আমাদের চোখ এখন আরেকটু ওপরের দিকে তুলতে হবে। আমাদের লক্ষ্য এখন ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ে তোলা। বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির একটি দেশ হিসেবে গড়ে তুলতে গেলে পোশাক শিল্পের মতো আরেকটি বড় খাতকে দাঁড় করানোর কোনো বিকল্প নেই। আর এ জায়গায় এসে আমরা বলতে পারি যে, বাংলাদেশে এখন সবচেয়ে বড় সম্ভাবনা আছে এদিক থেকে তথ্যপ্রযুক্তি খাতের; বিশেষ করে সফটওয়্যার ও সংশ্লিষ্ট সেবা খাতের। অনেকে

    সতর্কতা জরুরি

    তীব্র তাপে পুড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন। চলমান তাপপ্রবাহে এরই মধ্যে দেশের চার জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের। স্বস্তির বৃষ্টিই যখন মানুষের একমাত্র প্রতীক্ষা, তখন আবহাওয়াবিদেরও নিরুপায় নিরসবদনে বলতে হচ্ছে, প্রকৃতির এ রোষানল চলবে আরও কয়েক দিন। এ অবস্থায় সবচেয়ে জরুরি হচ্ছে সুস্থ থাকার জন্য সর্বোচ্চ সতর্ক থাকা। যদিও সব শ্রেণির মানুষের সব রকমের সতর্কতা অবলম্বনের বাস্তবতা নেই, তবে তাদের জীবনে কিছুটা স্বস্তি আনতে সমাজে সচ্ছলরা অবশ্যই ভূমিকা রাখতে পারেন। সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে গেছে যশোর, পারদ উঠেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের বিটুমিন। ঝলসে যাচ্ছে ক্ষেতের ফসল। রোদে শুকিয়ে ঝরচ্ছে আম-লিচু। মানুষের দুর্ভোগের সঙ্গে হাসপাতালেও বাড়ছে রোগী। দেশজুড়ে

    রাজনীতিতে চাতক পাখির গন্তব্য কোথায়

    আন্তর্জাতিক তৎপরতা ও দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনে বিএনপি যে জনপ্রিয় দল, তা প্রমাণে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই দলটির সামনে। যদি হঠাৎ কোনো প্রলয় ঘটেও, তাতে বিএনপির কোনো লাভ হবে না। বাঁচতে হলে পানি পান করতেই হবে। এটি সব প্রাণীর জন্য সত্য। জীবজগৎ পানিনির্ভর। পানি ছাড়া পৃথিবী অচল। পানির প্রয়োজন সবার। তবে এ প্রয়োজনের মাত্রা ভেদ আছে। আছে উৎসের পার্থক্য। আছে রকমফের। গাধা ও ঘোড়া একই ধরনের পানি পান করে না। আবার অনেক জীব নির্দিষ্ট উৎসের পানি পান করে থাকে। এদের মধ্যে চাতক পাখি বিশেষভাবে আলাদা। এরা বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো উৎসের পানি পান করে না। বৃষ্টির জন্য
  • আওয়ামী লীগে স্ত্রী-পুত্র, ভাই, শালাদের উৎপাত

    রাজার ছেলে রাজপুত্র। ভবিষ্যতের রাজা। নাপিতের ছেলেই পিতার পরিচয় ধরে রাখবে। উকিলের সন্তানই পিতার সেরেস্তার উত্তরাধিকার। শিক্ষকের ছেলে শিক্ষক হলেই তো মানায়। নেতা বা রাজনীতিবিদের ছেলেমেয়ে রাজনীতিবিদ হবেন, ভবিষ্যতের নেতা হবেন—এটাই স্বাভাবিক। পেশার উত্তরাধিকার প্রত্যাশিত। দেশে দেশে এমনটি হয়েই থাকে। তবে উত্তরাধিকার সূত্রে যিনি যে পেশাতেই আসুন না কেন, তাকে যোগ্য হতে হয়, দক্ষ হতে হয়। যোগ্যতা না থাকলে শুধু পিতৃপরিচয়ে উজ্জ্বল হওয়া যায় না। এজন্য দেখা যায়, অনেক সন্তান যোগ্যতা ও মেধায় পূর্বসূরির চেয়েও খ্যাতি অর্জন করেন। আবার অনেক পূর্বসূরি সুনামের মর্যাদা রাখতে পারেন না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাজনীতিতে আলো ছড়াতে পারেননি। রাজনীতিতে সুবিধা করতে পারেননি এ কে

    সড়কে মৃত্যুর মিছিলের শেষ কোথায়

    সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলের শেষ কোথায় তা জানা নেই। ট্রাফিক শৃঙ্খলার অভাবে ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা। সব সম্ভবের এই দেশে মহাসড়ক বা হাইওয়েগুলোতেও চলে নসিমন, করিমন ও অটোরিকশার মতো যানবাহন। সড়ক দুর্ঘটনার পেছনে যেসব কারণ দায়ী তার মধ্যে অন্যতম হলো—আইন অমান্যের প্রবণতা। যানবাহন চালক, পথচারী সবার মধ্যে এ প্রবণতা ক্রিয়াশীল। সড়ক দুর্ঘটনার রাশ টানতে হলে যেমন ইচ্ছা তেমন চলার প্রবণতায় বাঁধ সৃষ্টি করতে হবে। মোটরসাইকেলের ফ্রি-স্টাইল চলাচলে বাধা সৃষ্টি করা দরকার। সবচেয়ে আগে কী কারণে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে তা উদঘাটন করে মূল জায়গায় হাত দিতে হবে। আমাদের বিশ্বাস, সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা গেলে দুর্ঘটনার

    নাথান বম ঢাবি’র চারুকলার ছাত্র থেকে পাহাড়ের ত্রাস

    নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতক। এখন তিনি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নেতা। চারুকলার ছাত্র থেকে পাহাড়ের ত্রাস সৃষ্টিকারী ব্যক্তি এখন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করা ছাত্র নাথান বম একসময় বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও এখন তিনি পাহাড়ের ত্রাস হয়ে উঠেছেন। সবার কাছে আতঙ্কের এক নাম নাথান বম। রুমা উপজেলার এডেন পাড়ায় তার জন্ম ও বেড়ে ওঠা। প্রথমে তিনি নিজ এলাকায় কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) নামে একটি বেসরকারি সংগঠন প্রতিষ্ঠা করেন। এখন তিনি আত্মগোপনে।  এদিকে জঙ্গিদের প্রশিক্ষণশিবির লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরুর পর কেএনএফের একটি ফেসবুক পেজে হুমকি দিয়ে বলা
অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী কাউন্সিলর চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল

এবার পাকিস্তানের ওপর চটেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর 

আওয়ামী কর্মী লীগের ১০১ সদস্যের কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক

রেকর্ড রানি টেইলর

আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেপ্তার

তিস্তা সেচ প্রকল্পের মাটি খুঁড়তেই মিলল রাইফেল, মাইন ও গ্রেনেড

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত

তীব্র তাপপ্রবাহে কয়রায় বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ

১০

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০

১১

তাপপ্রবাহে পুলিশের প্রতি ১১ নির্দেশনা

১২

ছাত্রদল নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন 

১৩

পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

১৪

লাগামহীন স্বর্ণের দাম, নাটের গুরু কে?

১৫

থাইল্যান্ডে জাতিসংঘের সম্মেলনে সভাপতিত্ব করবেন পলক

১৬

আওয়ামী লীগের যৌথসভা আজ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / ৫০০ বছরের পুরোনো খালের অবৈধ বাঁধ অপসারণ

১৮

তীব্র গরমে কী অবস্থা ঢাকার বাতাসে

১৯

গাজার এক গণকবরে ৩০০ লাশ

২০
তাপপ্রবাহের সঙ্গে বেড়ে চলেছে লোডশেডিং
দেশব্যাপী এক সপ্তাহ ধরে বইছে তীব্র তাপপ্রবাহ। কোনো কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে সারা দেশে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ ২৫ এপ্রিল
অবৈধ সিগারেটে বাজার সয়লাব
দেশের বাজারে দেদার বিক্রি হচ্ছে বিদেশি সিগারেট। পাড়া-মহল্লা থেকে শুরু করে পাইকারি বাজারেও মিলছে অবৈধভাবে আমদানি হওয়া এসব সিগারেট। প্রিমিয়াম ব্র্যান্ডের সিগারেটের তুলনায় দাম কম হওয়া এসব সিগারেটে ঝুঁকছেন ধূমপায়ীরা।
গরমের তীব্রতা / ফ্যান এসি ও এয়ারকুলার বিক্রির হিড়িক
তীব্র তাপদাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। গরমে নাভিশ্বাস উঠেছে রাজধানীবাসীর। এমন পরিস্থিতিতে রাজধানীর ইলেকট্রনিক পণ্যের মার্কেট, দোকান ও শোরুমগুলোয় এসি, ফ্যান ও এয়ারকুলার বিক্রি বেড়েছে। ঈদের পর থেকে তাপমাত্রার পারদ বেড়েই
সুদ পরিশোধেই গেছে সাড়ে ১১ হাজার কোটির বেশি টাকা
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে বিদেশি ঋণের প্রতি সরকারের ঝোঁক বেড়েছে। পাশাপাশি বিগত বছরগুলোর নেওয়া ঋণ পরিশোধের চাপও উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে ক্রমেই বাড়ছে বিদেশি ঋণের সুদ পরিশোধের
বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর 
কাতেরের সঙ্গে বাংলাদেশের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হ‌য়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।  এর আগে সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে বৈঠকে বসেন দুই নেতা। পরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। চুক্তিগুলো হলো: দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। এর বাইরে শ্রমশক্তি, বন্দর পরিচালন, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দুপুরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। এ দিন সন্ধ্যায় বিশেষ বিমানে করে আমির কাতারের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দি‌কে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন কাতারের আমির। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
৩৯ মিনিট আগে

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ৩৫ গাড়ি ডাম্পিং

১০ ঘণ্টা আগে

উপজেলা নির্বাচনে প্রার্থীদের ঋণের তথ্য তলব 

১২ ঘণ্টা আগে

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশিদের চাকরির নতুন গন্তব্য হতে পারে কিরগিজস্তান 

১৪ ঘণ্টা আগে
নারী কাউন্সিলর চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল
নারী কাউন্সিলর চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর আপত্তিকর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। গত দুয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ঘুরপাক খাচ্ছে। এতে চরম ইমেজ সংকটে পড়েছে নগর আওয়ামী লীগ। ফলে দলীয় ইমেজ নষ্ট ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে যেকোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে একটি সূত্র আভাস দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সংরক্ষিত এ নারী কাউন্সিলর আবাসিক হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে তার স্বামী নন এমন একজন পুরুষের সঙ্গে শুধু মাত্র বিকিনি পরে অর্ধ উলঙ্গ অবস্থায় নানা ভঙ্গিতে যৌন লিলায় মত্ত হয়েছেন। তার সঙ্গী পুরুষ লোকটি চামেলীর ইচ্ছাতেই আবার তা ভিডিও আকারে ধারন করছেন। যুব মহিলা লীগের সাবেক এ নেত্রীর এমন ভিডিওটি এখন আওয়ামী লীগ নেতাদের মোবাইলে মোবাইলে।   নগর আওয়ামী লীগের একাধিক সূত্র কালবেলা কে জানায়, নারী কাউন্সিলরের নগ্ন ভিডিও ভাইরালের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলেছেন নগরের শীর্ষ নেতারা। যেকোনো সময় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।     উল্লেখ্য, এর আগেও প্রভাব খাটিয়ে সরকারি রেলের কোটি কোটি টাকার জমি দখল, অজ্ঞান অবস্থায় শাহবাগের ফুটপাতে পড়ে থাকাসহ আপত্তিকর নানা কাজে জড়ান নারী এ কাউন্সিলর। তার স্বামী আবুল হোসেন টাবু। এ ব্যাপারে জানতে চাইলে নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী কালবেলাকে বলেন, বিষয়টি আমরা খুব সিরিয়াসলি দেখছি। কেউ দলের ইমেজ নষ্ট ও সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ করলে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
৫ মিনিট আগে
আওয়ামী লীগের যৌথসভা আজ
আওয়ামী লীগের যৌথসভা আজ
‌‘কুলাঙ্গাররা’ বিএনপিতে থাকুক, আমি চাই না : ব্যারিস্টার কায়সারকে খোকন
‌‘কুলাঙ্গাররা’ বিএনপিতে থাকুক, আমি চাই না : ব্যারিস্টার কায়সারকে খোকন
‘একটি নীতিনিষ্ঠ বিপ্লবী পার্টিই পারে দেশ ও দেশের মানুষের সংকট মোচন করতে’
‘একটি নীতিনিষ্ঠ বিপ্লবী পার্টিই পারে দেশ ও দেশের মানুষের সংকট মোচন করতে’
রাজশাহীতে ১০ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের
রাজশাহীতে ১০ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের
এবার সমাবেশ স্থগিত করল আ.লীগ    
এবার সমাবেশ স্থগিত করল আ.লীগ    
বিএনপির সমাবেশ স্থগিত
বিএনপির সমাবেশ স্থগিত

উপজেলা নির্বাচনে প্রার্থীদের ঋণের তথ্য তলব 

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটে ঋণ খেলাপিরা যেন প্রার্থী হতে না পারে, সেজন্য সকল রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীদের তথ্য দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।  বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরেমশন ব্যুরোর অতিরিক্ত পরিচালক মো. আনিচুর রহমান এ সংক্রান্ত চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তাদের। এর আগে নির্বাচন কমিশনের পক্ষে থেকে ঋণ খেলাপিদের তথ্য দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য প্রদানের লক্ষ্যে সকল প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) বাংলা ও ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর, করদাতা শনাক্তকরণ সংখ্যা, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা সম্বলিত তথ্য সংযুক্ত ছক অনুযায়ী যথাযথভাবে পূরণ করে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নামসহ সিল, স্বাক্ষর ও ফোন (মোবাইল) নম্বর প্রদানপূর্বক তা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলায় ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে ২ হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল রোববার। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে।  দ্বিতীয ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক।

রেমিট্যান্স এলো ১২৮ কোটি ১৫ লাখ ডলার

চলতি এপ্রিলের প্রথম ১৯ দিনে বৈধ পথে দেশে ১২৮ কোটি ১৫ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, চলতি এপ্রিলের প্রথম ১৯ দিনে ব্যাংকিং চ্যানেলে ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার ডলার এসেছে। এরমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৩২ হাজার ডলার। আর বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৮ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে মার্চ মাসে বৈধ পথে প্রায় দুই বিলিয়ন (১ দশমিক ৯৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তার আগে ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার ও চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

সোমবার থেকে শুরু ন্যাপ এক্সপো

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন অভিযোজনে সাফল্যের ফলশ্রুতিতে আগামীকাল সোমবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপটেশন প্লান (ন্যাপ) এক্সপো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজত এই সম্মেলন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন। ইউএনএফসিসিসির এক্সিকিউটিভ সেক্রেটারি সাইমন স্টিয়েল ওই ন্যাপ এক্সপোতে উপস্থিত থাকবেন।  রোববার (২১ এপ্রিল) ন্যাপ এক্সপো উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ন্যাপ এক্সপোতে অংশগ্রহণের জন্য ১০৪টি দেশের ৩৮৩ জন ইউএনএফসিসিতে রেজিস্ট্রেশন করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিওর প্রতিনিধি, স্বেচ্ছাসেবক শিক্ষার্থীসহ ৫৫০জন অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় থেকে সবাই পারস্পরিকভাবে উপকৃত হতে পারবে। সাবের চৌধুরী বলেন, ন্যাপ এক্সপো একটি আন্তর্জাতিক ফোরাম যেখানে বিভিন্ন দেশ, সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা ন্যাপ প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময় করে। এই এক্সপো উন্নয়নশীল দেশগুলির ন্যাপ প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত গ্যাপ এবং চাহিদা চিহ্নিতকরণের জন্য প্রশিক্ষণেরও আয়োজন করবে। ন্যাপ এক্সপোতে এ বাংলাদেশ বিভিন্ন সেশন আয়োজন করবে।  মন্ত্রী জানান, এ সম্মেলনে মোট ২৩টি স্টল থাকবে যেখানে বিভিন্ন দেশের অভিযোজনমূলক কর্মকাণ্ড প্রদর্শিত হবে। এ ছাড়া চার দিনে ৩৪টি সেশনে বিশেষজ্ঞরা ট্রান্সফরমেশনাল এডাপটেশন, ফিনান্সিয়াল মেকানিজম, এডাপ্টেশন একটিভিটি মনিটরিং এন্ড ইভালুয়েশন টুলস, জেন্ডার রেস্পন্সিভ অ্যাডাপটেশন প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১৩টি স্টলে জলবায়ু অভিযোজনের বিষয়সমূহ প্রদর্শন করা হবে। 
২১ এপ্রিল, ২০২৪
সোমবার থেকে শুরু ন্যাপ এক্সপো

কালবেলার সংবাদে সোনালি লাইফের পর্ষদ ভেঙে দিল আইডিআরএ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ছয় মাসের জন্য স্থগিত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গত ২৬ জানুয়ারি ‘সোনালি লাইফের সর্বনাশ চেয়ারম্যান-সিইও দ্বন্দ্ব’ শিরোনামে দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদের পর এমন সিদ্ধান্ত নিল বিমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। গত ১৮ এপ্রিল আইডিআরএ পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আজ রোববার (২১ এপ্রিল) থেকে এ আদেশ কার্যকর হবে বলে নির্দেশনায় বলা হয়েছে। নির্দেশনায় আইডিআরএ জানায়, সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদকে ছয় মাসের জন্য সাসপেন্ড বা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বিমা প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসকে (অব.) কোম্পানিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিমা আইন-২০১০ এর ধারা-৯৫(১) এর প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে আইডিআরএ। জানা যায়, অসম্পূর্ণ তথ্য সংরক্ষণ বা তথ্য গোপন, অস্বচ্ছ হিসাবরক্ষণ পদ্ধতি, অভ্যন্তরীণ কন্ট্রোল সিস্টেমের অনুপস্থিতি, ক্যাশ চেকে বড় অংকের লেনদেন, এফডিআর জামানত রেখে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ গ্রহণ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ ব্যাংক সিগনেটরিরা প্রায় সকলেই একই পরিবারের সদস্য হওয়ার মাধ্যমে বিমাকারী এমনভাবে কোম্পানির কার্যক্রম পরিচালনা করছে, যাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে কোম্পানি ও বিমা গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে প্রাপ্ত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষা প্রতিষ্ঠান ‘হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি’কে নিয়োগ করা হয়। তদন্তকারী প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে একাধিক অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রমাণাদি পায় আইডিআরএ। ফলে বিমাকারী ও বিপুলসংখ্যক বিমা গ্রাহকের স্বার্থ রক্ষার্থে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদকে ছয় মাসের জন্য স্থগিত করে কোম্পানিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থা।
২১ এপ্রিল, ২০২৪
কালবেলার সংবাদে সোনালি লাইফের পর্ষদ ভেঙে দিল আইডিআরএ

ফের বাড়ল সোনার দাম

দাম কমানোর এক দিন পর আবারও বাড়ল সোনার দাম। রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভরিতে ৬৩০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।  এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭৮ হাজার ৬৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা করেছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে, গত ২০ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৮৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস।  
২১ এপ্রিল, ২০২৪
ফের বাড়ল সোনার দাম
আওয়ামী কর্মী লীগের ১০১ সদস্যের কমিটি ঘোষণা
আওয়ামী কর্মী লীগের ১০১ সদস্যের কমিটি ঘোষণা
তিস্তা সেচ প্রকল্পের মাটি খুঁড়তেই মিলল রাইফেল, মাইন ও গ্রেনেড
তিস্তা সেচ প্রকল্পের মাটি খুঁড়তেই মিলল রাইফেল, মাইন ও গ্রেনেড
তীব্র তাপপ্রবাহে কয়রায় বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ
তীব্র তাপপ্রবাহে কয়রায় বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ
আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেপ্তার
আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেপ্তার
পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
ছাত্রদল নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন 
ছাত্রদল নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন 
৫০০ বছরের পুরোনো খালের অবৈধ বাঁধ অপসারণ
কালবেলায় সংবাদ প্রকাশ / ৫০০ বছরের পুরোনো খালের অবৈধ বাঁধ অপসারণ
স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামীসহ গ্রেপ্তার ২
স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামীসহ গ্রেপ্তার ২
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান

এবার পাকিস্তানের ওপর চটেছে যুক্তরাষ্ট্র

বর্তমানে তিনদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসেডন্ট ইব্রাহিম রাইসি। ইতিমধ্যে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে আটটি চুক্তি স্বাক্ষর করেছে ইসলামাবাদ ও তেহরান। তবে মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন। খবর জিও নিউজের। মঙ্গলবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করার আগে তাদের মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে এই মুখপাত্র বলেছেন, পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার ও দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হলো যুক্তরাষ্ট্র। আমরা গত ২০ বছর ধরে পাকিস্তানে সবচেয়ে বেশি বিনিয়োগকারী। পাকিস্তানের অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আমাদের দুই দেশের স্বার্থ জড়িত। আমরা আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত রাখব। তবে তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির কারণে পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। এমনকি বিশ্বে ইরানের অবস্থানের কারণে মার্কিন নিষেধাজ্ঞার আরোপের সম্ভাবনার কথাও মনে করিয়ে দিয়েছেন। গতকাল সোমবার তিনদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে আসেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইতিমধ্যে তিনি ইসলামাবাদে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দিয়েছেণ রাইসি।  
মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত
মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত
লাগামহীন স্বর্ণের দাম, নাটের গুরু কে?
লাগামহীন স্বর্ণের দাম, নাটের গুরু কে?
গাজার এক গণকবরে ৩০০ লাশ
গাজার এক গণকবরে ৩০০ লাশ
তাইওয়ানে এক রাতে ৮০ বার ভূমিকম্প
তাইওয়ানে এক রাতে ৮০ বার ভূমিকম্প
ইরানে হামলা করতে গিয়ে কেন পিছু হটল ইসরায়েল?
ইরানে হামলা করতে গিয়ে কেন পিছু হটল ইসরায়েল?
বিশ্বে বেড়েছে সামরিক ব্যয়, শীর্ষে যেসব দেশ
বিশ্বে বেড়েছে সামরিক ব্যয়, শীর্ষে যেসব দেশ
আমি চুপ হয়ে গেছি
আমি চুপ হয়ে গেছি
এক্সপজিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট পুরস্কার পেলেন ৭ নির্মাতা 
এক্সপজিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট পুরস্কার পেলেন ৭ নির্মাতা 
রেকর্ড রানি টেইলর
রেকর্ড রানি টেইলর
নিলয়ের কাছে হেরে গেলেন আলভী
নিলয়ের কাছে হেরে গেলেন আলভী
প্রথমবার সালমানের সঙ্গে কিয়ারা
প্রথমবার সালমানের সঙ্গে কিয়ারা
প্রকৃতির প্রয়োজনে এলি গোল্ডিং
প্রকৃতির প্রয়োজনে এলি গোল্ডিং
অনবদ্য অপূর্ব
অনবদ্য অপূর্ব
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
অধিনায়ক বাবরের বিশ্বরেকর্ড
অধিনায়ক বাবরের বিশ্বরেকর্ড
তাহলে কি বার্সাতেই থাকছেন জাভি?
তাহলে কি বার্সাতেই থাকছেন জাভি?
আবারও এল ক্লাসিকো খেলার দাবি বার্সার!
আবারও এল ক্লাসিকো খেলার দাবি বার্সার!
ফুটবলের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হিসেবে ধরা হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচকে। এল ক্লাসিকো নামে পরিচিত এই লড়াই হেরে গেলে স্বাভাবিক ভাবেই মেনে নিতে কষ্ট হয় দলের খেলোয়াড় ও সমর্থকদের। তবে তাই বলে আবারও ম্যাচ খেলার দাবি? রিয়াল মাদ্রিদের কাছে মৌসুমের শেষ এল ক্লাসিকো হারার এমন দাবিই তুলেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।    এবারের ফুটবল মৌসুমে হওয়া তিন ক্লাসিকোর তিনটিতেই পরাজয় বরণ করতে হয়েছে বার্সেলোনার। তবে রোববার (২১ এপ্রিল) রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলের হার কোন ভাবেই মেনে নিতে পারছে না ফুটবল ক্লাব বার্সেলোনার সমর্থকরা। বিশেষ করে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা গতকালের ম্যাচে ২৭ মিনিটে হওয়া লামিন ইয়ামালের একটি গোল নিয়ে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত কোনভাবেই মানতে পারছেন না। লাপোর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আবারও ম্যাচটি খেলানোর দাবি তুলবেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া লা লিগার ৩২ তম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত শুরু করে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই লিড পায় কাতালান ক্লাবটি। তবে বেশিক্ষণ সেই লিড রাখতে পারেনি তারা। চরম উত্তেজনায় ভরা ম্যাচটির প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হয়। তবে রেফারির একটি সিদ্ধান্ত বার্সার পক্ষে গেলে লিড নিয়েই বিরতিতে যেতে পারত জাভি হার্নান্দেজের শিষ্যরা। ম্যাচের ২৮তম মিনিটের ঘটনা। বার্সার নেওয়া কর্নার থেকে লামিন ইয়ামালের শট একেবারে গোল লাইন থেকে ফেরান রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিন। খালি চোখে দেখে মনে হচ্ছিল বলটি গোল লাইন অতিক্রম করেছে। তবে রেফারি ভিএআরের সাহায্য নিয়েও গোলটি দেয়নি। এবার সেই গোলটি না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বার্সার কোচ ও খেলোয়াড়দের ধারণা অবশ্য ওটা গোল ছিল। তাদের সঙ্গে একমত পোষণ করেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তিনি মনে করন বলটি গোল লাইন পার করেছে এবং বার্সার গোল পাওয়া উচিত ছিল। যে কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচটি পুনারায় খেলানোর আবেদন করার সম্ভাবনার কথা বলেছেন লাপোর্ত। Barça president Laporta: We asked the RFEF to provide us with all the images and audios of Lamines cancelled goal. ️ If it was a legal goal, we do not rule out asking to re-play the match. We will go further, we do not rule out anything. pic.twitter.com/VMdsUxWwu3 — Fabrizio Romano (@FabrizioRomano) April 22, 2024 তিনি বলেন, ‘আমরা স্প্যানিশ ফেডারেশনের কাছে বলটি গোল হয়েছে কিনা তার সকল ছবি চাইবো। একইসঙ্গে ভিএআর রুমের সকল অডিও বার্তা শুনতে চাইবো। আমরা নিশ্চিত এটা গোল, এটা যদি গোল হয়েই থাকে তাহলে পুনরায় ম্যাচটি আয়োজনের আবেদনের বিষয়টি নাকচ করে দিচ্ছি না।’ তবে বার্সা সভাপতির এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি।
মিরপুরের বাইরে হাথুরু-নির্বাচক কমিটির বৈঠক!  
মিরপুরের বাইরে হাথুরু-নির্বাচক কমিটির বৈঠক!  
বাকি তিন ম্যাচে ‘পার্পল ক্যাপ’ জয়ের সুযোগ মোস্তাফিজের!
বাকি তিন ম্যাচে ‘পার্পল ক্যাপ’ জয়ের সুযোগ মোস্তাফিজের!
ইভেন্ট
লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন
*/ ?>
X